তেজস্ক্রিয় যন্ত্রের এই আকস্মিক ধস নেমে এসেছে উত্তরাখণ্ডে।(Uttarakhand Disaster)। ঠিক এমনটাই অনুমান করছেন তপবন অঞ্চলে রাইনি গ্রামের আধিবাসীরা। তাদের ধারণা ৫৬ বছর আগে বরফের নিচে চাপা পড়ে হারিয়ে যাওয়া তেজস্ক্রিয় যন্ত্রের থেকে নির্গত তাপ এই হিমাবাহ ফাটলের জন্য দায়ী। কিন্তু, কেন এমনটা ভাবছেন গ্রামবাসীরা?

জানা যায়, ১৯৬৫ সালে চীনের ওপর নজরদারি রাখতে নন্দাদেবী পাহাড়ের চূড়ায় আধুনিক পারমাণবিক যন্ত্র বসায় CIA ও IB এর গোয়েন্দারা। কিন্তু আচমকাই একটি তুষার ঝড়ের মধ্যে পড়ে দিকভ্রষ্ট হন তারা। যার ফলে, অভিযান মাঝপথে ছেড়ে ফিরে আসতে হয় সকলকে। পরে জানা যায় তেজস্ক্রিয় যন্ত্রটি বরফের মধ্যে ফেলে এসেছেন তারা। এর ঠিক পরের বছরেই স্থানীয় শেরপাদের সাহায্য নিয়ে ফের নন্দাদেবীর ওই অংশ অভিযান চালান কেন্দ্রীয় সংস্থার অধিকারীকরা। যদিও যন্ত্রটির কোন হদিস মেলেনি। আরো বেশ কয়েকবার চেষ্টা করেও যন্ত্রটি খুঁজে পাওয়া যায়নি। যন্ত্রটি ১০০ বছর পর্যন্ত সক্রিয় থাকার ক্ষমতা রাখে বলেই জানা গিয়েছে। আর সেই জন্য স্থানীয় বাসিন্দাদের অনুমান, এই হিমাবাহ ফাটলের পিছনে সেটি দায়ী।
গত রবিবার ধস নামার আগে নন্দাদেবী কোলে চামেলি জেলার এই রাইনি গ্রামে টায়ার পোড়া এবং পচা গোবর মিশ্রিত তীব্র গন্ধ পাওয়ার কথা জানান বাসিন্দারা। স্থানীয় জুগজু গ্রামের বাসিন্দা দেবেশ্বরী দেবীর কথায়, শুধুমাত্র আবর্জনার পচা গন্ধ হলে এতটা কষ্ট হতো না। কিন্তু, আমরা শ্বাস নিতে পারছিলাম না। ১৯৬৫ সালে যখন সেই যন্ত্র নিয়ে নন্দাদেবী অভিযান হয়েছিল, তখন আমাদের পরিবারের ও বহু মানুষ গিয়েছিলেন। তাই ওই যন্ত্রের ক্ষমতা সম্পর্কে আমরা জানি।'৯০ বছরের কাত্তিক সিং ও সেই সময় নন্দাদেবী অভিযানে সদস্য ছিলেন। তার স্ত্রী ইমারতি দেবী রবিবারের বিপর্যয় প্রাণ হারিয়েছেন। তার আশঙ্কা, 'খারাপ আবহাওয়ার জন্য ১৯৬৫ সালের সেই অভিযান মাঝপথে থামিয়ে বেস ক্যাম্পের কাছেই যন্ত্রটি রেখে চলে আসা হয়েছিল। এখনো যদি সেটি থেকে তাপ বিকিরিত হতে থাকে, তবে তো ভবিষ্যতে এমন আরও বড় বড় বিপর্যয় ঘটবে।'জন্তুটি খুঁজে বার করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন ওই গ্রামের বাসিন্দারা। তবে বলা যায় উত্তরখন্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তপোবনের রাইনি গ্রাম। ২০১৮ সালে পর্যটক মন্ত্রী সৎপাল মহারাজ নন্দাদেবীর চূড়ায় এই তেজস্ক্রিয় যন্ত্রটির ক্ষমতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। নরেন্দ্র মোদিকে বিষয়টিতে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছিলেন তিনি।

Post a Comment

নবীনতর পূর্বতন