টলিউডের অভিনেত্রীরা তাদের ঘোরার স্থান বেছে নেন মরুসাগর রাজস্থান কে। শুধু তাই নয় বলিউডের নামজাদা তারকাদেরও মাঝেসাজে দেখা মেলে রাজস্থানে। এটা কি দেখতে পাবেন রনবীর-দীপিকা রণবীর-আলিয়ার মতোই বালি দেশে হারিয়ে গিয়েছিলেন যশোর তনুশ্রী চক্রবর্তীরা। এবার সেই তালিকায় নাম লেখালেন টলিউডের 'স্টারকিড'অভিমুন্য চট্টোপাধ্যায়।
অভিমুন্য গার্লফ্রেন্ড অর্থাৎ দামিনী ঘোষকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন শ্রাবন্তী এবং অভিমুন্য। আর সেখানে কোন গোপনীয়তায় বজায় না রেখে 'ট্রাভেল ডায়েরিজ' থেকে প্রেমিকার সঙ্গে আলিঙ্গন করার ছবি ও শেয়ার করেছেন তিনি।সেখানেই তাকে 'জান' সম্মোধন করে প্রেমিকের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন দামিনী।
তবে লাভ বার্ডসের এই 'পিডিএ গোলস'দেওয়া হজম করতে পারিনি নেটিজেনরা।মা শ্রাবন্তীকে জড়িয়ে নানা কুমন্তব্য থে আসে অভিমুন্য দিকে। কেউ খোঁচা দিয়ে লিখলেন,'প্রার্থনা করি সারা জীবন যেন একজনের সঙ্গে কাটাও'কেউ আবার লিখেছেন,'মা ছেলে একদম রেডি নতুন অ্যাফেয়ারের জন্য।'ট্রোলের হাত থেকে রেহাই পাননি দামিনী ও। 'গোল্ড ডিগার', 'শাকচুন্নির মত কটাক্ষ এসে বেঁধেছে তার গায়ে।
প্রেমিকার সঙ্গে ছবি দিলেও অভিমুনের পোস্টে চেকিং ছিল শ্রাবন্তী। কিন্তু দামিনী তার প্রোফাইলে নিজের একটি ছবি শেয়ার করে রাজস্থানের চেক ইন করেছিলেন। সেখান থেকেই দুইয়ে দুইয়ে চার করে হিসেব মিলাতে কারো অসুবিধা হয়নি।
একটি মন্তব্য পোস্ট করুন