ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রান হারালেন বিগবসের ট্যালেন্ট ম্যানেজার পিস্তা ধাকড়।শুটিংয়ের কাজ থেকে ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা। তার মৃত্যুতে শোকহত গোটা বিগবস টিম। পিস্তার মৃত্যতে শোকস্তব্ধ গোটা বিগবস সহ সঞ্চালক সালমান খান নিজেও। 

সোশাল মিডিয়ায় শোক প্রকাশ করে সালমান খান লেখেন, 'তোমার আত্মার শান্তি কামনা করি।তোমাকে খুব মিস করবো' বিগবসের সমস্ত তারকারা তিস্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন