গ্রা
হকদের সুরক্ষার কথা মাথায় রেখে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) নিল একটি বড় পদক্ষেপ। রাতে ATM থেকে টাকা তোলার জন্য নিয়মে পরিবর্তন আনা হয়েছে। পহেলা ডিসেম্বর থেকে কার্যকর করা হয়েছে এই নিয়ম। মনে করা হচ্ছে ATM এর জালিয়াতি কিছুটা রাশ টানা  সম্ভব হবে।

নয়া নিয়মে বলা হচ্ছে, কোন গ্রাহক যদি রাতে ATM থেকে ১০,০০০ টাকা বা তার বেশি মূল্যের টাকা তুললে তার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি OTP যাবে। ওই ও টি পি টি এন্টার করতে হবে এটিএম মেশিনে। দুটি সংখ্যা মিলে গেলে তবেই নগদ টাকা পাওয়া যাবে। রাতে ATM থেকে বড় অংর টাকা তুলতে গেলে এবার থেকে গ্রাহকদের নিজেদের মোবাইলটির সঙ্গী নিয়ে যেতে হব। রাত ৮ থেকে সকাল ৮ পর্যন্ত এই নিয়ম কার্যকারী হবে। ফলে সকাল আটটার পর থেকে রাত আটটার আগে পর্যন্ত এখনকার মতই OTP ছাড়াই টাকা তোলা যাবে।
 
 
আরও পডুন: এবার  টাকা জমা দিতে গেলেও লাগবে ফি! জানুন নতুন নিয়ম.......  


PNB তার টুইটার হ্যান্ডলে ৪৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে এই এটিএম এ যে ওটিপি লাগবে তার স্টেপ গুলি সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। প্রতারণার রুখতে ইতিমধ্যেই SBI এর ATM গুলিতে ১০,০০০  উপরে উইথড্রল করতে হলে OTP প্রয়োজন হয়। আর সেই দিকে হাঁটল PNB। তবে PNB তে রাত ৮ থেকে সকাল ৮ এই OTP ব্যবস্থা কার্যকারী থাকবে।

Post a Comment

নবীনতর পূর্বতন