ম্বানি পরিবারের খুশির হাওয়া। পরিবারে এলো ছোট্ট সদস্য। আকাশ এবং শোক্লার করালো করে এলো তাদের পুত্র সন্তান। খুশির খবর প্রকাশে আসতে শুভেচ্ছায় ইন্টারনেট দুনিয়া। মুম্বাইয়ের ধিরভাই আম্বানি হাসপাতালে জন্মগ্রহণ করলেও মকেশ আম্বানির নাতি। নাতিকে নিয়ে উৎফুল্ল শিল্পপতি মুকেশ আম্বানি।


এমনকি নাতির সাথে প্রথম ছবিও প্রকাশ হলো সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দ্বারা। নাতিকে কোলে নিয়ে মুকেশ আম্বানির প্রথম ছবি প্রকাশ্যে আসে।একগাল হাসি নিয়ে নাতিকে কোলে নিয়ে প্রথম ছবি প্রকাশে আনলেন মুকেশ আম্বানি।




আর ছবি প্রকাশে আসতেই ভাইরাল নেট দুনিয়ায়। প্রচুর লাইক এবং শুভেচ্ছা বার্তা পোস্ট জুড়ে। 2019 সালে আকাশ এবং শোক্লার বিয়েতে গোটা মুম্বাই জুড়ে হয়েছিল উৎসব এবার আম্বানি পরিবারের ছোট সদস্যের আগমনে কি পরিকল্পনা করবেন আম্বানি সেটাই দেখার।


কমেন্ট বক্সে জানান আপনার মতামত।

Post a Comment

নবীনতর পূর্বতন