![]() |
Image- PTI |
রবিবার, বিহারের গয়া জেলায় বারাচাট্টি জঙ্গল এলাকায় নিরাপত্তা রক্ষী বাহিনীর সঙ্গে তুমুল গুলির লড়াই চলল মাওবাদীদের সঙ্গে। শনিবার রাত বারোটা থেকে অপারেশন শুরু করে সেনা পুলিশের যৌথ বাহিনী। ওই এনকাউন্টারে গুলিতে খতম হয়েছে মাওবাদীদের জোনাল কমান্ডার অলক যাদব। ওই গুলির লড়াই চলাকালীন আরও চার মাওবাদী গুরুতর আহত হয়েছে এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি AK সিরিজের অ্যাসল্ট লাইফেরর ও INSAS।
গোপন সূত্রে খবর পাওয়া যায়ে যে জঙ্গল সংলগ্ন এলাকায় মাওবাদীরা হামলার ছক কষছে আর তার উপর ভিত্তি করে তল্লাশি অভিযান চালায় পুলিশ এবং ২০৫ নম্বর ব্যাটেলিয়ান জাওয়ানরা। বারাচারট্টির জঙ্গলে দীর্ঘদিন ধরেই মাওবাদীদের উপদ্রব ছিল। জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে মাঝেমধ্যে গ্রামবাসী দের উপর চড়াও হত এই মাওবাদীরা। আর্থিক ঐদিন রাতে গ্রামবাসীরা একত্র হয়ে অনুষ্ঠানে মেতেছিলেন।সেই সময় আচমকা গুলির শব্দ শুনে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। ভয় বাড়ির দরজা দিয়ে দেন সকলে। মাওবাদীদের ঘিরে ধরা হয়েছে,এমন আজ পাওয়ার পরই পুলিশ ও জাওয়ান কে লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। আর তারপরে তো মুরগি লড়াই চলে এবং গুলির লড়াইয়ে ৩ মাওবাদীর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতার মৃত্যুতে বড় সরো সাফল্য পেলো পুলিশ ও সেনার যৌথবাহিনী। তাছাড়াও ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি কার্তুজসহ আগ্নেয়অস্ত্র।
একটি মন্তব্য পোস্ট করুন