কবে থেকে আবার পাবজি খেলতে পারবেন ভারতীয় গেমাররা? কোন তারিখে অবশ্য ঘোষণা করেনি পাবজি কর্পোরেশন তবে টিচার ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে, আরও আকর্ষক হয়ে ফিরছে এই গেম।
কোনভাবেই ভারতের বাজার হাতছাড়া করতে চায়নি গেম প্রস্তুতকারক সংস্থা টি।ভারতের বাজারে পাবজি কে আরো ছড়িয়ে দেওয়ার জন্য 100 জন ভারতীয় কর্মী নিয়োগ করবে সংস্থাটি।
ভারতে একটি স্থায়ী অফিস তৈরীরও প্রস্তুতি শুরু করেছে পাবজি কর্পোরেশন। এমনকি ভারতীয় বাজারের জন্য আলাদা করে গেম ডেভেলপমেন্ট টিম নিয়োগ করা হতে পারে।
একটি মন্তব্য পোস্ট করুন