কিছুদিন আগে পোস্ট পেইড গ্রাহকদের জন্য ধামাকা দার প্ল্যান দিয়ে হাজির হয়েছিল জিও। ‌জিও পোস্টপেড প্লাস গ্রাহকরা বিনামূল্যে পাচ্ছে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন। মাসে মাত্র ৩৯৯ টাকার রিচার্ সেই সুবিধা গুলি পাওয়া যাবে। যদিও সব পোস্ট গ্রাহকরা এই সুবিধা পাবেন না। শুধুমাত্র জিও পস প্লাস সাবস্ক্রাইবার রাই এই সুবিধা গুলি উপভোগ করতে পারবেন।



399 টাকা থেকে চৌদ্দশ 99 টাকা পর্যন্ত জিও পস প্লাস ব্যবহার করা যাবে। এইসব প্লান এর সঙ্গেই বিনামূল্যে থাকছে নেটফ্লিক্স এবং অন্যান্য সাবস্ক্রিপশন গুলি। মাই জিও অ্যাপ অথবা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অফারের জন্য আবেদন করা যাবে। যদিও নেটফ্লিক্স দেখার জন্য গ্রাহককে আলাদা করে সাইন আপ করতে হবে।ইতিমধ্যেই নেটফ্লিক্স একাউন্ট থাকলে জিও পোস্টপেড প্লাস নম্বরের সঙ্গে কানেক্ট করে বিনামূল্যে নেট দেখা যাবে। যদিও এই সপ্তাহের সঙ্গে সঙ্গেই ১৯৯ টাকার নেটফ্লিক্স প্লান পাওয়া যাবে। এই প্রাণী শুধুমাত্র মোবাইল ডিভাইস থেকে নেতৃত্ব দেখা যাবে।


Jio পোস্টেপেড প্লাস প্লানে NETFLIX দেখবেন কিভাবে?


জিও পোস্টপেড ক্লাস গ্রাহকরা মাই জিও অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে নেটফ্লিক্স  অ্যাক্টিভিশন করতে পারবেন। নিজের নেটফ্লিক্স একাউন্টে লগইন করতে হবে, একাউন্ট না থাকলে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ইতিমধ্যেই নেটফ্লিক্স একাউন্ট থাকলে অফারের সঙ্গে লিংক করে বিনামূল্যে নেটফ্লিক্স দেখা শুরু করতে পারবেন।

এখানে জেনে রাখা প্রয়োজন, জিও অফার আপনার নেটফ্লিক্স একাউন্ট ক্রিয়েট করার পরেও আপনার আগের প্লানেট টাকা কাটতে থাকবে নেটফ্লিক্স।জন্য সরাসরি নেটফ্লিক্সের সঙ্গে যোগাযোগ করুন।এছাড়াও আপনার জিও প্যাক শেষ হয়ে গেলে নেটফ্লিক্স নিজে থেকে আপনার প্লান্ট বন্ধ করে দেবে না। তখন আপনার কাছ থেকে টাকা কাটা শুরু করবে নেটফ্লিক্স।

Post a Comment

নবীনতর পূর্বতন