![]() |
Instagram-Ranveer Singh |
কোভিড প্যানডেমিক পেরিয়ে ধীরে ধীরে নরমাল অবস্থা হয়ে উঠছে গোটা দেশে। শুটিংয়ের জন্য ফের সিনেমার সেটে ফিরছেন সেলিব্রিটিরা। কয়েক সপ্তাহ আগেই গোয়ার উপকূলবর্তী এলাকায় সকুন বাত্রার সিনেমার কাজে যোগ দিয়েছেন তিনিও, তবে এই লকডাউনে অনেকটা ভালো সময় কাটাতে পেরে বেজায় খুশি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সিং। বিশেষ করে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে অনেকটা সময় কাটাতে পেরেছেন তিনি, যা সচরাচর হয়ে ওঠে না। আর তার থেকে বড় ব্যাপার হলো দুজনে সুস্থ রয়েছেন।তাই জীবনের প্রতি কৃতজ্ঞ হওয়ার পাশাপাশি ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন দীপিকা। রণবীর-দীপিকার বিয়ের বছর দুই কেটে গিয়েছে। ফটোশুট, শুটিং, আউটডোর প্ল্যানিং থেকে শুরু করে তারকা জীবন নানা ব্যস্ততার ভিড়ে স্বামী স্ত্রী একসঙ্গে থাকার আর কতটা বার সুযোগ মেলে। তবে এই লকডাউন সেই সুযোগ করে দিয়েছে। লকডাউন এবাড়িতে অনেকটা সময় কাটিয়েছেন বাজিরাও আর তার মাস্তানি। আরও পড়ুন: ট্রোলিং সহ্য করতে না পেরে কি চরম সিদ্ধান্ত নিতে চলেছে শ্রাবন্তী.... সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন, এই লকডাউন পরিস্থিতিতে স্বামী-স্ত্রী দুজন দুজনকে আলাদা করে কোন অভিযোগ বা আফসোসের জায়গা নেই। করোনা সংক্রমণ লকডাউন নিশ্চিত ভাবেই একটি কঠিন সময় কিন্তু সবার মনে সংক্রমনের আতঙ্ক ও লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত। প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ ঘরছাড়া অনেকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তবে এই দুঃখের সময় একটা জিনিস খুব ভালভাবে উপলব্ধি করে গিয়েছে। তাহলে জীবন ও স্বাস্থ্যের মূল্য। যেজন্য এই জীবনের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন দীপিকা পাড়ুকোন।
এই পরিস্থিতিতেও তারা নিরাপদে রয়েছেন, এটাই বড় ব্যাপার। বহু মানুষ একাধিক সমস্যায় ভুগছেন। সেই জায়গায় পরিবারের প্রত্যেককে সঙ্গে থাকাটা, সব সময় সুস্থ থাকায় বড় পাওনা। এজন্য ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন নায়িকা। এই লকডাউনে বাধ্য হয়ে অনেককেই আলাদা থাকতে হয়েছে, থাকতে হয়েছে কোয়ারেন্টাইনে। থাকতো যে তার প্রিয়জনকে ছেড়ে। সেখানে স্বামী রণবীর ও চিনি একসঙ্গে সময় কাটিয়েছেন এটাই অনেক। এর থেকে ভালো আর কিছু হতে পারে না বলেই অভিমত নায়িকার। এই পরিস্থিতির মোকাবিলায় একসঙ্গে করা, দুজন দুজনের পাশাপাশি থেকে সময় কাটানো সবচেয়ে বড় পাওয়া বলে জানিয়েছেন তিনি।
ফিল্ম শুটিং শুরু হওয়ার পর থেকে বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন দীপিকা পাড়ুকোনের নাম।
শোনা যাচ্ছে, সকুন বাত্রার সিনেমায় সিদ্ধান্ত চতুর্বেদী বিপরীতে দেখা যাবে তাকে। এতদিন পর কাজের ছন্দে ফিরিয়ে ভালো লাগছে দীপিকার। তবে লকডাউন স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি একটু নার্ভাস, সেটা স্পষ্ট বোঝাবুঝি হয়েছেন তিনি। শাহরুখ খানের সঙ্গে পাঠান এর শুটিং শুরু হয়েছে। এছাড়াও ৮৩ টি সিনেমায় কপিল দেবের স্ত্রী ভূমিকায় দেখা যাবে তাকে। কপিল দেব ও ১৯৮৩ সালের বিশ্বকাপের পটভূমিতে তৈরি করা হয়েছে এই সিনেমাটি। ৮৩ তে কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে।
একটি মন্তব্য পোস্ট করুন