বহু প্রত্যাশার পর সম্প্রতি ভারতে চালু হয়েছে "হোয়াটসঅ্যাপ পে"(Whatsapp pay). অর্থ লেনদেনের ক্ষেত্রে অফ ইন্ডিয়া (NPCI) এর থেকে সবুজ সংকেত পাওয়ার পরই ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ নিজেই ইউজারদের এই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন।
তিনি আরো জানিয়েছেন,এই ম্যাসেঞ্জার অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে কোন অতিরিক্ত চার্জ নেওয়া হবে না গ্রাহকদের কাছ থেকে। জুকারবাগ ইউ জানান, ইউজারদের সুবিধার্তে ১৪০ টিরও বেশি ব্যাংকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন হোয়াটসঅ্যাপ। যা UPI (unified payments interface) সাপোর্ট করে। আর ভারতে ইউজাররা মোট দশটি ভাষায় টাকা লেনদেনের সুযোগ পাবেন।
কিন্তু কীভাবে কাজ করবে এই হোয়াটসঅ্যাপে পে(Whatsapp pay)? কিভাবে একাউন্ট তৈরি করবেন? কিভাবে টাকা পাঠানো যাবে? জেনে নিন বিস্তারিত তথ্য...
১. প্রথমে অ্যাপেল স্টোর থেকে হোয়াটসঅ্যাপ টি আপলোড করে নিন।
২. এরপর অ্যাপ টি ওপেন করুন, উপরে ডানদিকে থাকা তিনটি ডট এ ক্লিক করুন।
৩. এরপর Paymentঅবসানে ক্লিক করুন, তারপর সেখান payment methods যুক্ত করুন। সেখানে নিজের নির্দিষ্ট ব্যাংক নির্বাচন করে নিন।
৪. বেঙ্গলি নেওয়ার পর ফোন নাম্বার ভেরিফাই করতে হবে,তবে খেয়াল রাখতে হবে, হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি আপনি ভেরিফাই করছেন সেটি যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা না থাকে।
৫. ভেরিফিকেশন হয়ে গেলে payment সেটিংস এর সম্পূর্ণ করতে হবে, এই জন্য অন্যান্য পেমেন্ট অ্যাপের মতো একটি নির্দিষ্ট ইউপিআই পিন তৈরি করে নিতে হবে। এরপরেই প্রেমেন্ট পেজে নির্দিষ্ট বেছে নেওয়া ব্যাংকটির নাম দেখতে পাবেন।
৬. এরপর গুগল পের মতো কেউ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে টাকা পাঠালে তা সরাসরি চলে যাবে ব্যাংক একাউন্টে।
৭. আবার কাউকে টাকা পাঠাতে গেলে প্রথমেই তার সঙ্গে চ্যাট খুলতে হবে। এরপর অ্যাটাচমেন্ট আইকনে ক্লিক করতে হবে।
৮. এরপর পেমেন্ট অ্যাপ করে যত টাকা পাঠাতে চান, সেই অ্যামাউন্টটি লিখতে হবে। প্রয়োজনে সঙ্গে কিছু লিখে দিতে পারেন। জাদেজাকে টাকা পাঠাচ্ছেন, তিনি সহজেই তা বুঝতে পারেন।
একটি মন্তব্য পোস্ট করুন