Arnab Goswami being arrested by Mumbai Police | Republic TV screen grab

বশেষে সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন রিপাবলিক  টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী। ইন্টেরিয়র ডেকোরেটর অন্বয় নাকের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে তাকে।শীর্ষ আদালত বুধবার তাকে এবং তার সঙ্গেই আরো দুই অভিযুক্তের জামিন দিয়েছে। সুনামির সময় অর্নবের আইনজীবী হরিশ সালভে জানান, অন্বয়ের কোম্পানি প্রায় সাত বছর ধরেই দেনাগ্রস্ত। হতে পারি তিনি আগে নিজের মাকে খুন করে আত্মঘাতী' হয়েছিলেন।


অর্ণব সবাইকেই তাদের প্রাপ্য ঠিক সময়ে দিয়েছেন।২০১৮ সালের এই মামলা ফের শুরু করার জন্য রায়গর পুলিশের সিদ্ধান্ত সঠিক ও আইনগতভাবে বৈধ ছিল না। মহারাষ্ট্র সরকারের পক্ষে কপিল সিবাল বলেন, নিম্ন আদালতে এ মামলার শুনানি চলছে তার শীর্ষ আদালতে শুনানি হতে পারে না। বিচারপতি ওয়াই চন্দ্রচূড় তখন জানতে চান,জেরা করার জন্য অন্যকে কেন পুলিশি হেফাজতে নিতে হবে? তার বিরুদ্ধে কি প্রয়োজন আর সরাসরি কোনো অভিযোগ আছে? এই মামলায় ব্যক্তি স্বাধীনতার প্রশ্নও জড়িত। ৫০ হাজার টাকার বন্ডি অবিলম্বে অর্ণবকে মুক্তির নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Post a Comment

নবীনতর পূর্বতন