অবশেষে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বড় সরো সাফল্য পেলো ভারত।খুব শীঘ্রই হয়তো বেইজিংয়ের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যার সমাধান হতে চলেছে।পূর্ব লাদাখ সেক্টরে বিতর্কিত অংশ থেকে সেনা সরিয়ে নিতে সম্মত হয়েছে দুই দেশ। ঠিক হয়েছে চলতি বছর এপ্রিল-মে মাসে আগে তারা যে অবস্থানে ছিল,তিন ভাবে সেনা ও অস্ত্র-শস্ত্র সরিয়ে নিয়ে সেই অবস্থানে ফিরে যাবে দিল্লি ও বেজিং।
৬ ই নভেম্বর দুই দেশের সেনাবাহিনীর কমান্ডারের বৈঠকে এই গুরুত্বপূর্ণ রফাসূত্রের সন্ধান মিলেছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রকের যুগ্মসচিব নবীন শ্রীবাস্তব ও ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের ব্রিগেডিয়ার ঘাই। পরের সপ্তাহে তিন ধাপে চলবে এনগেজমেন্টের প্রক্রিয়া। সূত্রে জানা গিয়েছে দু'পক্ষই LAC থেকে যথেষ্ট দূরত্বে সরিয়ে নিয়ে যাবে তাদের ট্যাংক ও অন্যান্য অস্ত্রবাহী গাড়ী। সরানো হবে সেনা।
আলোচনায় ঠিক হয়েছে একদিন সরানো হবে ট্যাংক ও সেনাকর্মীবাহি গাড়ি গুলি। পরের ধাপে ডিসএনগেজমেন্ট চলবে প্যাংগং লেক এর উত্তর তীরে। তিনদিন ধরে দুপক্ষই তাদের ৩০% সেনা সরিয়ে নেবে বিতর্কিত এলাকা থেকে। প্রশাসনের ধন সিং ঠাপা পোস্ট এর কাছাকাছি চলে যাবে ভারতের বাহিনী। আরজিনা সেনা ফিঙ্গার এইটের পূর্বপ্রান্তে পিছিয়ে যাবে। তৃতীয় ধাপে দুপক্ষই ফ্রন্টলাইন এলাকা অর্থাৎ প্যাংগং লেক সংলগ্ন এলাকার উচ্চতা থেকে নিজেদের অবস্থানে ফিরে যাবে বলে সম্মত হয়েছে দুই দেশ। এর আগেও, চীনের তরফ এ বিশ্বাস ভঙ্গের ঘটনা ঘটায়, এ ব্যাপারে সতর্ক হয়ে পদক্ষেপ করেছে ভারতীয় সেনাবাহিনী।
দুপক্ষের ডিসএনগেজমেন্টের প্রক্রিয়া ঠিকমতো চলছে কিনা, বৈঠকের মাধ্যমে আলোচনা চলবে বলে ঠিক করেছে। এমনকি তদারকির কাজে লাগানো হবে আনম্যানড এরিয়াল ভেহিকেল।
একটি মন্তব্য পোস্ট করুন