বৈঠক শেষে জানা গিয়েছে, তৃণমূলের এই খামখেয়ালী অবস্থা কাটাতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন দলের নেত্রী প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতাকর্মীদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন তিনি।শুভেন্দু অধিকারী ইস্তেফার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তৃণমূলের বৈঠকে হল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ওই বৈঠকে হাজির ছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা। সেখানেই শুভেন্দুর ইস্তফার মুকাবিলা করতে পাল্টা রণকৌশল তৈরি করল তৃণমূল। কিভাবে এই পরিস্থিতিকে সামাল দেওয়া যায় তা দলের নেতাদের  বুঝিয়ে বললেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় বৈঠকে হাজির ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, মন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ওই বৈঠকে শুভেন্দুর ইত্তেফাকে প্রকাশ্যে বেশি গুরুত্ব দেওয়া যাবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন বলে দলীয় সূত্রে খবর। বৈঠক শেষে জানা গিয়েছে, তৃণমূলের এমন দুরবস্থা কাটাতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন মমতা। দলের নেতাকর্মীদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন তিনি। সঙ্গে সরকারের জনমুখি প্রকল্প গুলি কথা মানুষের কাছে প্রচার করা আরো বেশি করে প্রচার করার নির্দেশ দিয়েছেন। তৃণমূল সূত্রের খবর, সাথী ডিসেম্বর কেন্দ্রের বিরুদ্ধে এক মিছিলে পথে নামতে পারেন খোদ তৃণমূল নেত্রী। ওদিকে শুভেন্দু অধিকারীর ইস্তফা গ্রহণ করে রাজ্যপালের কাছে তা পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর নবান্ন থেকে জারি হয়েছে বিজ্ঞপ্তি। তাতে জানানো হয়েছে, শুভেন্দু ছেড়ে যাওয়ার তিন দপ্তরের দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী নিজেই এবং পরিবহনের দায়িত্ব ফিরহাদ হাকিম কে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন