ম্যাসেজিং এর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। ইউজারদের সুবিধার জন্য এই ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার সব সময় নতুন কিছু ফিচার যোগ করতেই থাকে হোয়াটসঅ্যাপ। কিছু বছর আগের কথা whatsapp-এ পাঠানো মেসেজ ডিলিট করার ফিচার যোগ করা হয়েছিল। এর ফলে ভুলবশত কোন মেসেজ পাঠিয়ে ফেলে, সেটি এক ঘণ্টার মধ্যে ডিলিট করতে পারবে সেই ইউজার। কিন্তু আমাদের মধ্যে অনেকের কোন মেসেজ ডিলিট করা হয়েছে সেই জানার কৌতুহল থাকেই যায়। যদিও ডিলিট করা মেসেজ পুনরায় দেখার জন্য কোন এমন ফিচার হোয়াটসঅ্যাপ নিয়ে আসেনি। তবে কেউ যদি চাই এর ডিলিট হওয়া মেসেজ পড়তে তাহলে একটি অন্য উপায় আছে। আর আজ আমরা সেটা নিয়ে কথা বলবো। এর জন্য আপনাকে অন্য একটি অ্যাপ ইন্সটল করতে হবে যার নাম "WhatsAppRemoved+ । এই থার্ড পার্টি অ্যাপটিকে ডেভলপ করেছে Development Colors। আসুন তাহলে জেনে নেই কিভাবে হোয়াটসঅ্যাপ ডিলিট করা মেসেজ পড়া যায়।



যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন, তাহলে নিচের ধাপগুলি অনুসরণ করে ডিলিট হওয়া মেসেজ পড়তে পারবেন

১. সবার আগে প্লে স্টোর থেকে WhatsAppRemoved+ অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল হতে দিন।
২. ইনস্টল হওয়ার পরে একটি যা যা পার্মিশন চাইছি দিয়ে দিন।
৩. পারমিশন দেওয়ার পরে অ্যাপের মধ্যে প্রবেশ করুন।
৪. এবার আপনি কোন কোন অ্যাপ এর নোটিফিকেশন সেভ করে রাখতে চান এবং অ্যাপের মধ্যে কোন পরিবর্তন নজর রাখতে চান তাই জিজ্ঞাসা করবে
৫. অ্যাপ এর লিস্ট থেকে WhatsApp বেছে নিন।
৬. পরবর্তী স্ক্রিনে Allow ট্যাপ করে Yes, Save Files বেছে নিন। আপনার সেটিং সম্পূর্ণ হলো এবং App টি ব্যবহার এর জন্য তৈরি।
৭.এবার হোয়াটস্যাপ এর সমস্ত নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে ডিলিট করা মেসেজ ও এখানে সেভ হয়ে থাকবে।
৮. ডিলিটেড মেসেজ পড়ার জন্য এখন শুধু এই অ্যাপটি ফুলের টপ বারে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে হবে।


সতর্কতাঃ  এটা সব সময়় মনে রাখতে হবে এটি একটি থার্ড পার্টি। ডিলিিট করা মেসেজ এর সাথে সাথী এটি আপনার মোবাইলে আসা OTP ও ব্যাঙ্ক ডিটেলস অ্যাক্সেস করতে পারে। সেজন্য এই অ্যাপ ব্যবহার করলে সব সময়় ঝুঁকি থেকে। সেজন্যয এই আর তখনই ব্যবহার করুন যখন ডিলিট করা মেসেজ পড়া খুবই জরুরী, অথবা নয়।

Post a Comment

নবীনতর পূর্বতন