Minister Shashi Panja distributing food among sex workers in Sonagachi
Image Source-Google|Image by-Minister Shashi



বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস ওদের ভাত মারছে। লকডাউন এর জন্য দরজার সামনে এসে দাঁড়ায় না খদ্দের।পরিতৃপ্ত হয়ে নটার কেউ হাতে গুজে দেয় না, সংসার চালানোর মতো অর্থ নেই, জীবন থমকে গিয়েছে। তবে আশার কথা লকডাউন দুর্দশায় পড়া যৌনকর্মীদের পাশে দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সরকার।।
পঞ্চায়েত দপ্তরের অধীনে স্বনির্ভর গোষ্ঠীর প্রকল্পের কাজে লাগানো হবে তাদের। বাংলায় প্রায় 35 লক্ষ যৌন কর্মী রয়েছেন। লকডাউনে তাদের অধিকাংশেরই উপার্জন নেই তাদের এবার উপার্জনের বন্দোবস্ত করা হবে জ্যাম জেলি আচার পাপড় ইত্যাদি তৈরি করবেন তারা।তাদের তৈরি জিনিস গুলি সরকার কিন নেবে তা নিয়ে বিভিন্ন সরকারি স্টোর থেকে বিক্রি করা হবে ।শুরুতে কোন্নগর, শাসন, হিঙ্গলগঞ্জ ও কালনা থেকে এই কাজ শুরু হবে।

দুস্থ মহিলা সমন্বয় সমিতির মহাশ্বেতা      মুখোপাধ্যায় কথায় পঞ্চায়েত দপ্তরের সঙ্গে যুক্ত হয়ে আমরা এই কাজ চালাব।এই নিয়ে বৈঠক হয়েছে আমাদের,পুজোর পর থেকেই এই নিয়ে আরো দ্রুতগতিতে কাজ এগোবে কোরনার জন্য যৌনকর্মীদের পেশা থেকে রোজগার শূন্য তাই বিকল্প ভাবনা থেকেই এই কাজ করা হলো। এই স্বনির্ভর গোষ্ঠী গ্রামস্তরে মহিলাদের আয় দিয়েছে। তা কেন্দ্র গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পরিসংখ্যান থেকে স্পষ্ট যেমন দেশের নানা প্রান্তে বিভিন্ন মেলায় বাংলার কোন কোন মহিলা স্বনির্ভর গোষ্ঠী গুলি আড়াই লাখ টাকা ছাড়িয়ে যায় ফলে এই পথেই এবার যৌনকর্মীদের পথ করে দিতে চলেছে রাজ্য সরকার



Post a Comment

নবীনতর পূর্বতন