Today N
ews ডেস্ক:
হোয়াটসঅ্যাপের মায়া প্রাইভেসী পলিসি নিয়ে টানাটানি চলছে গত অনেকদিন ধরেই। ফের এই নীতি প্রত্যাহার করতে হোয়াটসঅ্যাপ কে চিঠি পাঠালো কেন্দ্রীয় মন্ত্রক। কেন্দ্রের দাবি, এই ম্যাসেঞ্জার অ্যাপের নতুন পলিসি ব্যবহারকারীদের গোপনীয়তা ভঙ্গ করছে। এমনকি, ওই মিতি ভারতের নিয়ম কানুনেরও বিরুদ্ধে বলে দাবি করেছে কেন্দ্র সরকার।


বুধবার নোটিশ পাঠিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। নোটিশের জবাব দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ কে ৭ দিন সময় দিয়েছে কেন্দ্র। এই সময়ের মধ্যে জবাব না এলে আইনানুগ ব্যবস্থা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, নোটিশে কেন্দ্র হোয়াটসঅ্যাপ কে জানিয়েছে তাদের নতুন প্রাইভেসি পলিসি কিভাবে ভারতীয় আইনের বিরুদ্ধে। এই মূর্তি কোথায় কোথায় পরিবর্তন আনা উচিত তা উপেক্ষা করে জানানো হয়েছে ওই নোটিশে। এর আগে একবার কেন্দ্র হোয়াটসঅ্যাপ কি নিজের নয় প্রাইভেসি নীতি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। আর এবারও এক কথা বলা হয়েছে।

 
এর আগে বলা হয়েছিল, ১৫ মে'র  মধ্য প্রাইভেসি পলিসি একসেপ্ট করতে হবে হোয়াটসঅ্যাপ (Whatsapp) ব্যবহারকারীদের কিন্তু এ নিয়ে বিস্তর চরগুলো তৈরি হয়। রীতিমতো টুইটারের ট্রেন্ড করতে থাকে 'হোয়াটসঅ্যাপ প্রাইভেসি পলিসি'। ইলন মাস্ক টেসলা, স্পেস এক্স এর মত বিশাল কোম্পানি ফাউন্ডার সিগন্যাল নামের অ্যাপস কে প্রমোট করে টুইটারে। অনেকেই দাবি করতে শুরু করেন, ফেসবুকে অন্তর্ভুক্ত এই অ্যাপের নয়া পলিসি মেনে নিলে ফাঁস হয়ে যেতে পারে ব্যক্তিগত তথ্য সমগ্র। আর তার জেরি নিজেদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে অপারগ হোয়াটসঅ্যাপ বলেও অভিযোগ ওঠে। অনেকেই এমন সব খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন রীতিমতো। হোয়াটসঅ্যাপ চ্যাট এর তথ্য এবং স্মার্টফোনে সংরক্ষিত থাকা বিভিন্ন পাসওয়ার্ড কিংবা ফোন নাম্বার ফাঁস হয়ে যাওয়ার ভয় আবার বিপুল সংখ্যাক ইউজার হোয়াটসঅ্যাপ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। যদিও মেসেঞ্জার অ্যাকটিভ তরফে বারবার নিশ্চিত করা হয়েছিল, সকলের ব্যক্তিগত তথ্য নিরাপদ এবং সুরক্ষিত। যে নতুন পলিসি আসছে তার সাথে গ্রাহকের কোন সম্পর্ক নেই। কিন্তু সেই যুক্তি মানতে নারাজ কেন্দ্র। 
 
 
 
তবে হোয়াটসঅ্যাপ এটা বলেছে যে শুধুমাত্র আপনার হোয়াটসঅ্যাপ এর কিছু তথ্যাদি ফেসবুকের সাথে শেয়ার করবে। কি সেই তথ্য আপনি নিয়ম করে যেসব দ্রব্য সামগ্রীর উপর ইন্টারেস্ট বেশি দেখান হোয়াটসঅ্যাপের উপরে সেই জিনিসগুলির অ্যাডভার্টাইজমেন্ট আপনি দেখতে পারেন আপনার ফেসবুকে। তারমানে একদিকে ফেসবুক সরাসরি না হলেও ফেসবুকের বট অর্থাৎ AI System কাজ করবে আমি হোয়াটসঅ্যাপে পিছনে।

Post a Comment

নবীনতর পূর্বতন