ইপিএল 2021 এর পরপরেই UAE এর আমার বুকে শুরু হয়ে গেলো ভারতসহ 16টি দেশকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ 2021 এর আসর। চলতে থাকা t20 বিশ্বকাপ 2021 এ ভারতীয় টিম এবার আগামী 24 শে অক্টোবর থেকে 8ই নভেম্বরের মধ্যে খেলতে যাচ্ছে পাঁচটি দুর্ধর্ষ টিমের সাথে, পাঁচটি বড় ম্যাচ।  ভারতীয় টিম টি-টোয়েন্টি বিশ্বকাপ 2021  কোন কোন টিমের বিরুদ্ধে, ঠিক কবে কবে কোন কোন সময় ম্যাচ খেলবে এবং এই সমস্ত ম্যাচ গুলি কি আমরা ভারত বাংলাদেশ থেকে কিভাবে ফ্রিতে দেখতে পাব? তার সম্পূর্ণ ডিটেইলস। 


 ভারতীয় টিমের একজন বড় ফ্যান হলে ও ভারতকে এই বিশ্বকাপে কামাল করতে দেখতে চাইলে । টি-টোয়েন্টি বিশ্বকাপ 2021 এ ভারতীয় টিমের ফুল টাম লিস্ট জানার আগে, এই সমস্ত ম্যাচ গুলোকে কিভাবে আমরা ফ্রিতে দেখতে পাবো সে কথা বললে।


 আমরা তো ম্যাচ গুলিকে টিভিতে Star sports 1, Star Sports 1 Hindi, Star Sports 1 Bangla, DD National দেখতে পাবো।  আর মোবাইল অ্যাপ্লিকেশনের কথা বললে Disney Hotstar তো সহজেই ম্যাচ দেখা যাবে।  এখন ভারতীয় টিমের কবে কোথায় ম্যাচ রয়েছে সে কথা বললি আগামী 24 শে অক্টোবর দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে সুপার টুয়েলভ এর ম্যাচ দিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ 2021 এর অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। তার আগে অলরেডি 18 ও‌ 20 তারিখ যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অলরেডি টিম ইন্ডিয়া  ম্যাচ খেলে ফেলেছে এবং ওই দুটি ম্যাচে ইংল্যান্ডকে 7 উইকেটে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে দুর্ধর্ষ  শুরু করেছে টিম ইন্ডিয়া।


 ভারত এবার সুপার-12 এ 4 টি ম্যাচ খেলবে দুবাইয়ে একটি ম্যাচ তারা মাঠে নামবে আবুধাবিতে।‌ সারজায় থাকছে না কোন‌ ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সমস্ত লিগ ম্যাচ গুলি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা 6:00।  সুতরাং ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ গুলি কি আমরা ঠিক সন্ধ্যা 7:30 মিনিট থেকে দেখতে পাবো। ঠিক একই সময়ে আইপিএলের বেশিরভাগ ম্যাচ গুলোকে অনুষ্ঠিত হতে দেখা গেছে।


 এখন এক নজরে দেখে নেওয়া যাক টিম ইন্ডিয়া এই বিশ্বকাপে কবে কখন কোথায় কোন টিমের বিরুদ্ধে ম্যাচ গুলি খেলবি। তো প্রথম ম্যাচ 24 শে অক্টোবর অর্থাৎ রবিবার পাকিস্তান টিমের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। যে ম্যাচটি খেলা হবে দুবাই ক্রিকেট গ্রাউন্ডে ঠিক সন্ধ্যে 7:30। দ্বিতীয় ম্যাচ 31 শে অক্টোবর অর্থাৎ রবিবার, এই ম্যাচে ভারত মাঠে নামবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুবাই ক্রিকেট গ্রাউন্ডে, এটাও ঠিক সন্ধ্যে 7:30। তৃতীয় ম্যাচ 3রা নভেম্বর অর্থাৎ বুধবার এই ম্যাচে ভারত মাঠে নামবে আফগানিস্তানের বিরুদ্ধে আবুধাবি ক্রিকেট গ্রাউন্ডে ঠিক সন্ধ্যা 7:30। চতুর্থ ম্যাচে 5 ই নভেম্বর অর্থাৎ শুক্রবার, এই ম্যাচে ভারত মাঠে নামবে বি গ্রুপের এক নম্বরে থাকা দলটির বিরুদ্ধে এই ম্যাচটি খেলা হবে দুবাই ক্রিকেট গ্রাউন্ডে ঠিক সন্ধ্যে 7:30। পঞ্চম ম্যাচ 8 নভেম্বর সোমবার. এই ম্যাচে মাঠে নামবে এ গ্রুপের দুই নম্বরে থাকা দলের বিরুদ্ধে যে ম্যাচটা খেলা হবে দুবাইয়ে ক্রিকেট গ্রাউন্ডে ঠিক সন্ধ্যে 7:30। এই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ 2021 এর সুপার টুয়েলভ রাউন্ডে ভারতের কবে কখন ম্যাচ গুলি রয়েছে তার সমস্ত আপডেট । 


আরও পড়ুন:তুরস্ক আনুষ্ঠানিকভাবে FATF এর গ্রে লিস্টে , পাকিস্তানের অবস্থান কোথায় ? - বিস্তারিত


আর মাঝে মাত্র দুটো দিন অতিবাহিত হলেই আগামী 24 শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত শুরু করছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ 2021 এর মূল যাত্রা। টি-টোয়েন্টি বিশ্বকাপ 2021 এর ঠিক আগের মুহূর্তে জঘন্য ফরমের জন্য যেমন ছেঁটে ফেলা হলো কিছু প্লেয়ারকে ঠিক তেমনই IPL 2021 এ দুর্দান্ত পারফরম্যান্স এর জেরে কিছু প্লেয়ারকে নতুনভাবে দলে নিয়ে পুনরায় ঘোষণা করা হলো ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ 2021 এর নতুন স্কোয়াট। দেখে নিব ভারতের এই নতুন বিশ্বকাপ স্কোয়াডে নেট বোলার রূপে কারা যুক্ত হলো। ভারতের মেন স্কোয়াড়ে‌ কি কি পরিবর্তন ঘটল। তার সম্পূর্ণ ডিটেইলস 




 ভারতের প্রধান 15 সদস্যের দল এ কি কি পরিবর্তন ঘটেছে তা জানার আগে, সদ্য শেষ হওয়া আইপিএল 2021 এ দুর্দান্ত পারফরম্যান্সে জেরে যারা স্ট্যান্ড বাই , নেট প্লেয়ার হিসেবে ভারতীয় টিমের সঙ্গে যুক্ত হয়েছে তারা হল এভেশ খান, ইমরান মালিক, হার্সাল প্যাটেল, এল মেরিয়ালা, ভেঙ্কটেশ আইয়ার,কারণ শর্মা,শাহবেস আহমেদ এবং‌ কৃষ্ণপা গৌতম। 


 এখন ভারতের 15 সদস্যের নতুন দলের ওপেনার রূপে রয়েছে রোহিত শর্মা ও কে এল রাহুল। ভারতের ওপেনিং স্লটের দৌড়ে শিখর ধাওয়ান পৃথিবী সাউ ও দুই নতুন যুবক ওপেনার গাইকোয়াড় ও দেবদূত পালেকরের নাম থাকলেও ভারত এবার এই দুই সুপার ফর্মে থাকা প্রিমিয়ার ওপেনারদের কে নিয়েই খেলতে যাবে। এরপরের স্কোয়াডে উইকেটকিপার হিসেবে রয়েছে রিশাব পান্ত ও ঈশান কিশান, ওপেনিং ও মিডল অর্ডারের দায়িত্ব সামলানোর পাশাপাশি কে এল রাহুল উইকেট কিপিং এর কাজ করবেই। আর তাছাড়া ভারত এবার সঞ্জু স্যামসন কে বাদ দিয়ে দুই প্রিমিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান রিসব পান্থ ও ইসান কিষান কে দলে রেখেছে। যেখানে ঈশান কিশান ব্যাকআপ হিসেবে থাকবে। ও‌ রিসব পান্থই সব কটা ম্যাচ খেলবে 


এরপরের স্কোয়াডে, পেজ বলার রুপে রয়েছে জস্প্রীত বুমরাহ, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সামি ও ভুবনেশ্বর কুমার। গত এক বছরে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে নবদিপ সাইনি টি-নাটরাজনের মতো পেজ বোলাররা খেলে এলেও এবার বিশ্বকাপে প্লেয়ার সংখ্যা লিমিটেড থাকায় ভারতে এবার শুধুমাত্র বুমরা স্বামী ও ভূবির মতো টপ ফোর পেস বোলার কে নিয়েই খেলতে যাবে যেখানে এবার এদের ভারতকে বিশ্বকাপ জেতাতে গুরু দায়িত্ব সামলাতে হবে। কারণ শুরুতেই এবার UAE পিচ পুরোপুরি পেস বোলার ফ্রেন্ডলি। এরপরে স্কোয়াডে মিডল অর্ডার ব্যাটসম্যান রুপে রয়েছে বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। ভারতীয় টিম এবার স্রিওস আইআর কে রিজাভ প্লেয়ার রেখে, দুই দুর্দান্ত ফর্মে থাকা মিডল অর্ডার ব্যাটসম্যান বিরাট কোহলি ও সূর্য কুমার যাদব কে নিয়ে UAE তে বিশ্বকাপ খেলার জন্য উড়ে যাবে।



 এরপরে স্কোয়াডে স্পিনার রয়েছে রহুল চাহার ও বরুণ চক্রবর্তী। অপ্রত্যাশিত ভাবে ভারত এই দলে কুলদীপ বা জিজেন্দ্র চাহাল কে না নিয়ে শুধুমাত্র দুই ইয়ং স্পিনার বরুণ চক্রবর্তী ও রাহুল জারকে নিয়েই এবার বিশ্বকাপ খেলতে যাবে.



 এরপর সবচেয়ে সেই দলের অলরাউন্ডার উপায় রয়েছে রবীচন্দ্রন অশ্বিন, হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাদেজার ফ্রম অসাধারণ থাকলেও হার্দিক রবিচন্দ্রন ও অশ্বিন দুজনেই আইপিএল 2021 খুব স্ট্রাগেল করেছে। তবুও ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই দুই সিনিয়র প্লেয়ারকে আস্থা দিয়েছে তাদের পুনরায় দলে ধরে রেখে। তো এই ছিল ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন স্কোয়াড। 


আরও পড়ুন: দুর্গাপূজায় হামলা, বাংলাদেশ থেকে হিন্দু মুছে যাচ্ছে ধিরে ধিরে - বিস্তারিত


 

 

Post a Comment

নবীনতর পূর্বতন