এবার বাজারে নতুন স্মার্ট সানগ্লাস নিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।এই সানগ্লাস চোখে লাগালে ফোন কল করা, ফেসবুক চালানো, ছবি তোলা, কিংবা ভিডিও ধারণ করার জন্য মোবাইল হাতে নেওয়ার প্রোয়জন হবেনা। বিখ্যাত সানগ্লাস নির্মাতা প্রতিষ্ঠান রে ব্যান( Ray. Ban) সাথে যৌথভাবে রে ব্যান স্টোরি নামে  এই সানগ্লাস তৈরি করেছে ফেসবুক। এই সানগ্লাস ব্যবহারকারী যে সকল সুবিধা পাবেন তাদের স্মার্ট সানগ্লাস না বলে স্মার্টফোন বললেও ভুল হবে না। ব্যবহারকারী কাঙ্খিত নাম্বারে কল করতে চাইলে একটুখানি হাতের স্পর্শ যথেষ্ট। আবার ফেসবুক ইউজ করতে মন চাইলে বাটন প্রেস করলেই  চোখের সামনে ভেসে উঠবে ফেইসবুকের নিউজ ফিড।


 সানগ্লাস গুলির দুপাশে দুটো ক্যামেরা রাখা হয়েছে। চাইরেই 5 মেগা পিক্সেল এর ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে। এমনকি 30 সেকেন্ডের ভিডিও ধারণ করা যাবে। বাটন প্রেস করার পর যেদিকে চোখ যাবে সেটাই স্বয়ংক্রিয়ভাবে ধারণ করবে ক্যামেরা। শুধু ছবি তোলা ভিডিও করায় না সেগুলো চাইলে ফেসবুকেও আপলোড করা যাবে। তবে ছবি অথবা ভিডিও আপলোড করার ক্ষেত্রে.

এপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করতে হবে ব্যবহারকারীকে। ক্যামেরার জন্য সানগ্লাস গুলোতে রাখা হয়েছে বিল্ডিং স্টোরেজ সুবিধা। 500 মতো ছবি সহজেই সংরক্ষণ করা যাবে।ফলে ব্যবহারকারীর তোলা ছবি আর ভিডিও গুলো সংরক্ষন করা নিয়ে কোন চিন্তা করতে হবে না। সানগ্লাস গুলোকে শুধুমাত্র হাত দিয়ে স্পর্শ করে নয়। মৌখিক নির্দেশনা দিয়ে ও পরিচালনা করা যাবে। যার জন্য এটি ব্যবহার করা হয়েছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। সানগ্লাসের  উপরের দিকে ছোট ছোট বাটন, স্পিকার রাখা হয়েছে। সামনের দিকে রয়েছে স্ক্রীন টাচ সেন্সর। এ ছাড়া আরও রয়েছে একটি ছোট এলইডি লাইট। সানগ্লাসের সামনে থাকা এই এলইডি লাইট ছবি তোলার সময় জ্বলে উঠবে। 


গোপনে ছবি তোলার সুযোগ থাকছে না। এতোসব প্রযুক্তির সুবিধা যুক্ত স্থান লাশগুলোর লাইনআপ শুরু হবে মাত্র 299 ডলার থেকে টাকার হিসেবে যার পরিমাণ প্রায় সাড়ে 25000হাজার টাকা। সানগ্লাস 3টি ডিজাইন বাজারে পাওয়া যাবে। সবগুলো ডিজাইনের রে ব্যান এর ট্র্যাডিশনাল ডিজাইন এদের মধ্যে.


আরও পড়ুন:ক্রমাগত লোকসান গুনতে থাকায় ভারতে উৎপাদন বন্ধের ঘোষনা দিয়েছে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড।

রে ব্যান এর  সবচাইতে বিখ্যাত ওয়েব ফেরার থাকবে। মোটা ফ্রেমের সানগ্লাসের এই ডিজাইন যেকোনো মানুষের চোখে মানায়। গত 9 সেপ্টেম্বর লঞ্চ হওয়ার পরপরই সানগ্লাস রে ব্যান এর অনলাইন শপ সহ আমেরিকা, কানাডা, ইংল্যান্ড অস্ট্রেলিয়া, ইতালিতে তাদের সবগুলোতে কিনতে পাওয়া যাচ্ছে। 


বাজারে এ ধরনের স্মার্ট সানগ্লাস আনার ক্ষেত্রে ফেসবুকে প্রথম নয়। এর আগেও গুগল, স্ন্যাপচ্যাট বাজারি এধরনের স্মার্ট সানগ্লাস নিয়ে এসেছিল। উচ্চমূল্য আর প্রচারণার অভাবে সেগুলো তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারিনি। তবে নিজেদের তৈরি সানগ্লাস নিয়ে বেশ আশাবাদী ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। 

আরও পড়ুন:বলিউডের সিনেমায় জয়া, বিপরীতে নওয়াজুদ্দিন সিদ্দিকী

Post a Comment

নবীনতর পূর্বতন