Today News ডেস্ক:য়রন ডোম ( Iron-Dome ),যদিও এই সিস্টেম 3 দিনে 1400 উপর রকেট আক্রমন প্রায় 90পার্সেন্ট নিউট্রলাইজ করেছে 10পার্সেন্ট রকেট কিছু লোকালয় হিট করে যাতে 5জন ইসরাইলি সামরিক ও বেসামরিক লোক মারা গেছেন।

এটা এক শর্ট রেঞ্জ এরিয়াল ডিফেন্স 10 কিমি মধ্যে  যা মর্টার, রকেট বা আর্টিলারী শেল প্রতিহত করতে পারে।ইনকামিং রকেট ট্রাজিক্ট্রি দেখে কম্পিউটার ইন্টারসেপ্ট করার জন্য মিসাইল দাগে। এখন বোঝা দরকার রকেট যখন বহু মাত্রায় আসছে ,এক সময়ে একটি ব্যাটারি পক্ষে সব রকেট নিষ্ক্রিয় করা কার্যত  অসম্ভব। 
 
 
উদাহরণ আমাদের আকাশ sam( সারফেস টু এয়ার)এতে 3 টি লঞ্চার থাকে , QR sam এতে 6 আর MR sam বা বারাক 8 এতে 8 টি অর্থ্যাৎ যদি এর একসঙ্গে কোথাও মোতায়েন থাকে আকাশ সুরক্ষায় যদি শত্রু 18 টি রকেট এক সঙ্গে দাগে 17 টি যদিও বা আটকে যায় , একটি রকেট টার্গেট হিট করবেই।একেই বলে সাচুরেশন অর্থ্যাৎ কোয়ানটিটি অত্যধিক হয়ে যাচ্ছে।
 
 


ভবিষতে সোয়ারম ড্রোন এর সঙ্গে যোগ হবে তাই এই জাতীয় এয়ার ডিফেন্স সঙ্গে DEW ডাইরেক্ট এনার্জি উইপন বা লেজার হাতিয়ার রাখতে হবে কোন হাই ভ্যালু টার্গেট রক্ষা করতে শত্রুর আক্রমন থেকে।
 


Post a Comment

নবীনতর পূর্বতন