 |
Nandamuri Taraka Rama Rao |
জুনিয়র এনটিআর যাকে এক নাম সবাই চেনে, যে সাউথের সিনেমার একজন সুপারস্টার হিরো। তবে জুনিয়র এনটিআর এর কথা বলতে গেলে, প্রথমেই বলতে হয় এন্টি রামারাও যিনি জুনিয়র এনটিআর এর ঠাকুরদা অর্থাৎ গ্র্যান্ডফাদার। যার নামের কারণে এনটিআরের নাম জুনিয়র এনটিআর রাখা হয়েছে। এনটি রামারাও এর পুরো নাম হল নান্দামুরি তারাকা রামা রাও(Nandamuri Taraka Rama Rao)। রামারাও জন্মেছিলেন ১৯২৩ সালের ২৮ শে মে গুড়িবাড়ায় যেটা অন্ধ্র প্রদেশের নিমাকুরু নামের একটি প্রত্যন্ত গ্রাম । এনার জন্ম একটি কৃষক পরিবারে হয়। তার চাচার কোন সন্তান না থাকায় তাকে তার চাচা দত্তক নিয়ে নেয়। রামা রাও তিনি একাধারে তেলেগু সিনেমার অভিনেতা, ডিরেক্টর, প্রোডিউসার এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ইনি ৫০০টির অধিক সিনেমায় অভিনয় করেছেন বিভিন্ন চরিত্রে এবং তেলেগুর সিনেমায় একটি মান্যগণ্য অভিনেতার তালিকাও আছেন।
 |
Nandamuri Taraka Rama Rao with His fast wife Basavatarakam Nandamuri |
তবে ইনি জীবনে দুবার বিয়ে করেছেন। ইনার প্রথম বিবাহ ২০ বছর বয়সে হয় তার মামার মেয়ে বাসভা তারকমের(Basavatarakam )সাথে। এবং তার প্রথম স্ত্রীর মৃত্যুর তিন বছর পর দ্বিতীয় বিবাহ করেন লক্ষ্মি পারবতির সাথে । এনটিয়ারের মোট ১২ জনসন্তান ছিল যার মধ্যে ৮ টি পুত্র এবং ৪ টি কন্যা সন্তান। এদের সব সন্তানের মধ্যে সবথেকে পরিচিত বলতে গেলে দুজনে আছে। এক হলেন নান্দামুরি বালাকৃষ্ণা । যিনি তেলেগু ফিল্মসের একটি বড় পরিচিত মুখ। আরেকজন হলেন নন্দমুরি হারেকৃষ্ণা যিনি জুনিয়র এনটিআর এর পিতা।
Nandamuri Taraka Rama Rao with his sons
তাহলে এনটি রামারাও এর দুই বিখ্যাত ছেলের মধ্যে সুপারস্টার ছেলে যার নাম নন্দামুরি বালাকৃষ্ণ (Nandamuri Balakrishna)। যিনি এনটি রামা রাও এর ষষ্ঠ পুত্র এবং জুনিয়ার এনটিআরের চাচা। এনার জন্ম ১৯৬০সালে ১০জুন হয়েছিল। ইনি অভিনেতা সাথে সাথে একজন পলিটিশিয়ান। নান্দামুরি বালাকৃষ্ণার প্রথম সিনেমা 'Tatamma Kala' এবং তারপর থেকে আজ প্রর্যন্ত ১০৬ টি সিনেমার থেকে বেশি সিনেমায় কাজ করেছেন। ডিক্টেটর, লায়ন, লেজেন্ড, আকান্ডা ও পয়সা উসুল এর মতো বহু সিনেমা আছে তার ঝুলিতে। আর ইনি সাউথের একজন লিজেন্ডারি অভিনেতা হিসাবে মান্যতা পান তিনি। সবথেকে মজার কথা এনার সিনেমাতেই সবথেকে বেশি কমিডি থাকে। অ্যাকশন , রোমান্স এবং কমেডি ভরপুর সিনেমা । শুধু তাই না এনার আছে প্রচুর ফ্যান ফলোয়ার। সিনেমা গুলো বেশ ভালই পারফর্ম করে বক্স অফিসে। নন্দামুরি বালাকৃষ্ণের বিবাহ হয়েছিল বসুন্ধরা দেবির সাথে । এনার তিন সন্তান আছে। বড় মেয়ের নাম ব্রহ্মানি নন্দামুরি। যার বিবাহ হয়েছে চন্দ্রবাবু নাইডু এর ছেলে নারা লোকেশ এর সাথে এবং এনার দ্বিতীয় কন্যা তেজস্বী নন্দামুরি এবং সব থেকে ছোট ছেলে মোছ ছক্নাতেজা যে এখন বেশ ছোট। |
Nandamuri Balakrishna and Nandamuri Harikrishna
|
এবার কথা বলা যাক নন্দামুরি হারেকৃষ্ণাকে (Nandamuri Harikrishna) নিয়ে যিনি জুনিয়র এনটিআরএর পিতা । নন্দামুরি হরেকৃষ্ণা জন্ম ১৯৫৬ সালে ২ রা সেপ্টেম্বর । ইনিও ছিলেন একাধারে অভিনেতা, প্রডিউসার এবং পলিটিশিয়ান। ইনি ও দুটি বিবাহ করেন । এনার প্রথম স্ত্রীর নাম ছিল লক্ষী নন্দামুরি এবং দ্বিতীয় স্ত্রীর নাম ছিল শালিনী নন্দামুরি। লক্ষী নন্দামুরির দুটি সন্তান কন্যা নাম জানকি রাম এবং পুত্রের নাম নন্দামুরি কল্যাণ রাম (Nandamuri Kalyan Ram)। ইনিও একজন তেলেগু সিনেমার হিরো। যিনি ১১৮, এনটিআর কথানাইড়ু, শের, হরেরামার মতো সিনেমায় দেখা গেছে । কল্যান রাম জুনিয়ার এন্টিয়ারের হাফ ব্রাদার।
 |
Nandamuri Kalyan Ram, Nandamuri Harikrishna and N.T. Rama Rao Jr. |
নন্দামুরি হরেকৃষ্ণার দ্বিতীয় স্ত্রী শালিনী নান্দামুরির ও দুটি সন্তান। এনার পুত্রের নাম জুনিয়র এনটিআর(N.T. Rama Rao Jr.) এবং তার কন্যা সুহসিনী । সুহাসিনী একজন পলিটিশিয়ান। জুনিয়ার এনটিআর এর পুরো নাম হল নন্দামুরি তারাকা রামা রাও( Nandamuri Taraka Rama Rao)। NTR জন্মেছিলেন ১৯৮৩ সালে ২০ মে । ইনি এক কুচ্চিপুড়ি ডান্সার, কোরিওগ্রাফার, সিঙ্গার এর সাথে সাথে একজন ভালো অভিনেতা ও। ইনি নানু চোড়ালানি (Ninnu Choodalani) সিনেমা দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। তারপর দিয়ে যান পর পর হিট সিনেমা। এনার নাম তেলেগু সিনেমায় টপ লিস্টে হয়ে থাকে। NTR এর বিবাহ হয় ২০১১ সালে লক্ষ্মী প্রনতির সাথে NTR এর দুটি পুত্রসন্তান আছে প্রথম সন্তানের নাম অভয় রাম এবং দ্বিতীয় পুত্রের নাম ভার্গো। এনটিআর কথানাইড়ু এবং এনটিআর মহাকথানাইড়ু নামে দুটি সিনেমায় যেটি নাইডু ফ্যামিলির এই জটিলতা নিয়ে তৈরি হয় দর্শকরা সিনেমার প্রতি আকর্ষিত হয়নি । তার জন্য সিনেমাটি ফ্রপ খায়। আশা করি বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনাদের ডাউট ক্লিয়ার করতে পারলাম। ধন্যবাদ
 |
N.T. Rama Rao Jr. with his wife and son
|
একটি মন্তব্য পোস্ট করুন