Today News ডেস্ক:
ফের বন্দুকবাজদের নিশানায় স্কুল, অতর্কিত হামলায় রাশিয়ায় অন্তত ১১ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শতাধিক পড়ুয়া। রাশিয়ার কাজান শহরের এই ঘটনায় ১৯ বছরের এক তরুণীকে গ্রেফতার  করেছে পুলিশ।

রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ এবং সোশ্যাল মিডিয়া সূত্রে খবর, কাজান মুসলিম অধ্যুষিত প্রদেশ টাটারস্থানের রাজধানী‌। সেখানের চারতলা একটি স্কুল বিল্ডিং এ ঢুকে হামলা চালায় বন্দুকবাজরা। ১৭৫ রাউন্ড গুলি চলেছে বলে খবর। এই হামলায় বেশকিছু ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করা হয়েছে।

 
সেই ভিডিওতে দেখা গিয়েছে কয়েকজন পড়ুয়া প্রাণ বাঁচাতেই স্কুল বিল্ডিং এর তিনতলায় বারান্দা থেকে ঝাঁপ দেয়। তবে শেষ রক্ষা হয়নি। স্থানীয় সূত্রে খবর, স্কুলের ভিতর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। হামলার খবর পেয়ে স্কুল বিল্ডিং ঘিরে ফেলে রাশিয়ার পুলিশ ও সেনা। পরে এক হামলাকারী গ্রেপ্তার করে বলে খবর। তবে আরও একজন পলাতক বলে খবর। হামলাকারীদের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। তবে কেন হামলা হলো তা স্পষ্ট নয়। কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


রাশিয়ার এ ধরনের হামলা খুব একটা হয় না। এর আগে ২০১৮ সালে রাশি অধিকৃত ক্রিমিয়া তে এরকম একটা ঘটনা ঘটেছিল। সেই সময় একটি কলেজে হামলা চালানো হয়েছিল। ঘটনা ১৯ জনের প্রাণ হারিয়েছিল। তিন বছর পর ফের স্কুলে হামলা হলো।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।

Post a Comment

নবীনতর পূর্বতন