Today News ডেস্ক: সাধারনত দুটি ডোজ টিকা দেওয়া হচ্ছে। তবে ভুল করে দুই বা তিন নয়‌। ভুল করে একসঙ্গে করোনার টিকার ৬ টি ডোজ দেওয়া হল এক তরুণীকে!  হাসপাতালের এক কর্মী দায়িত্বজ্ঞানহীনতার ফলে এমনই অভিজ্ঞতার শিকার হতে হল ইতালির ২৩ বছরের ওই তরুণীকে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করে কড়া পর্যবেক্ষণে রাখা হয়।

 



ঠিক কি হয়েছিল? ইতালির টাসক্যানির ওই তরুণী সেখানকার নোয়া হাসপাতালের মনস্তত্ত্ব বিভাগের ইন্টার্ন। গত রবিবার তাঁকে ফাইজারের টিকা দেওয়া হয়। আর তখনই ভুল করে একটির জায়গায় ৬ টি ডোজ একবারেই প্রবেশ করিয়ে দেওয়া হয় তাঁর শরীরে। কিন্তূ এমন ভুল হল কি করে? হাসপাতালের মুখপাত্র জানাচ্ছেন, টিকার ডোজের একটি বোতলে ৬ টি করে ডোজ থাকে । ভুল করে পুরো বোতলটাই ওই তরুণীর শরীরে প্রবেশ করিয়ে দেন হাসপাতালের এক কর্মী। পরে তিনি বুঝতে পারেন,বোতলের সঙ্গে রয়েছে আরও ৫ টি খালি সিরিঞ্জ। তখনই খটকা লাগে তাঁর। ভাল করে খতিয়ে দেখে বুঝতে পারেন এই অঘটন ঘটিয়ে ফেলেছেন তিনি। সঙ্গে সঙ্গে দ্রুত কর্তৃপক্ষকে নিজের ভুলের বিষয়ে জানিয়ে দেন ওই কর্মী।


এরপর ওই ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে করা পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। কেমন আছেন তিনি? প্রথম পর্যবেক্ষণে তার শরীরে কোন সমস্যা চোখে পড়েনি। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। পরের সোমবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু একসঙ্গে এতগুলো ভ্যাক্সিনেটর শরীরে প্রবেশ হওয়ার বিষয়টিকে একেবারে হালকা ভাবে নিচ্ছেন না চিকিৎসকরা। তারা জানিয়েছেন, হাসপাতাল থেকে ছাড়া হলেও তরুনীর শরীর এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিনা, সেদিকে নজর রাখা হয়েছে। আগামী কয়েকদিন ধরেই ওই তরুণীর শারীরিক পরিস্থিতি কেমন থাকে তা খেয়াল রাখা হবে বলে জানানো হয়েছে।
 
 
কিন্তু কি করে একজন হাসপাতালে কর্মী এত বড় ভুল করতে পারেন? পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে হাসপাতালে মুখপাত্রের মতে, নিঃসন্দেহে বিশ্রী ভুল। কিন্তু আপাতত ভাবে ঐকনমিয়া অনিচ্ছাকৃতভাবেই ওই ভুল করে ফেলেছেন বলে মনে করা হচ্ছে।
 


 
 
 
 
 
 
 
 
 
 
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।

Post a Comment

নবীনতর পূর্বতন