Today News ডেস্ক:ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi) প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিষান সম্মান নিধি(kisan nidhi yojna) টাকা সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টে দেওয়া হবে। বিজেপি ভোটে হেরে গেলেও সেই প্রতিশ্রুতি যাতে পুরন  হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) তৃতীয়বার ক্ষমতা দখলের পর থেকেই তৎপর ছিলেন। যদিও চিঠি দিয়ে কৃষকদের সেই টাকা দেওয়ার দাবি জানান কেন্দ্রের কাছে। তবে রাজ্যের দাবি মেনে শুক্রবার কৃষকদের ব্যাংক একাউন্টে সেই টাকা আসে। কিন্তু এদিন কিষান সম্মান নিধি প্রকল্পের বৈঠকি পশ্চিমবঙ্গ কে আমন্ত্রণ জানানো হয় না। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের তরফে।


বৃহস্পতিবার কিষান সম্মান নিধি টাকা নিয়ে রাজ্যের তরফে একটি খোলা চিঠি দেন পশ্চিমবঙ্গে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি অভিযোগ করেন, কেন্দ্র রাজ্যের কৃষকদের বঞ্চিত করছে। ১৮ হাজার টাকা দেওয়া হবে বলা হলেও কম টাকা দেওয়া হচ্ছে। কিন্তু রাজ্যের কৃষকদের স্বার্থে বাংলার সরকার লড়াই চালিয়ে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী।


এদিকে আজ শুক্রবার ভিডিও কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারও। বৈঠক থেকে বিভিন্ন রাজ্যের কৃষকদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেন। কিন্তু বৈঠকে পশ্চিমবঙ্গ কে আমন্ত্রণ জানানো হয়নি বলেও অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র দপ্তর।



এর আগে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী বারবার অভিযোগ তুলেছিলেন, গোটা দেশের কৃষক কৃষক সম্মান নিধি সুবিধা পেলেও রাজ্য সরকারের সদিচ্ছার অভাব এই নাকি বাংলার কৃষকরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর খোলা চিঠিতে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এমনকি ক্ষমতায় আসার চার দিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিকদের ঠক করে জানিয়ে দেন, কেন্দ্রীয় সরকারের ফোটালে এখনো পর্যন্ত রাজ্যের ২১ লক্ষ্য ৭৯ হাজার কৃষক নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে আবার ১৪ লক্ষ্য ৯১ হাজার কৃষকের তথ্য রাজ্য সরকার যাচাই করেছে। তাই ওই অ্যাকাউন্টগুলিতে  কেন্দ্রীয় সরকার টাকা পাঠাতে পারবে। মমতা আবেদন করেছিলেন, শব্দের যেন অবিলম্বে টাকা দিয়ে দেওয়া হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন