কোরনা কালের মধ্যই শনিবার পঞ্চম দফার ভোট। মূলত ৬ জেলায় ৪৫ টি আসনে ভোট হবে এদিকে নিরাপত্তা আরো জোরদার করতে এই দফায় মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দায়িত্ব থাকবে। কমিশন সূত্রে খবর, ভোটের কাজে যে থাকবে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই দফায় ভোট হচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিঙে সব আসন, জলপাইগুড়ি জেলার সব আসন, কালিম্পং এর একটি আসন, উত্তর ২৪ পরগনার ১৬ টি আসন, নদীয়ার ৮ টি আসন। পঞ্চম দফায় বারাসাতে থাকছে ৬৯ কোম্পানি, ব্যারাকপুরে ৬১ কোম্পানি, বসিরহাটে ১০৭ কোম্পানি, বিধান নগরে ৪৬ টি কোম্পানি। দার্জিলিঙে ৬৮ টি কোম্পানি, জলপাইগুড়িতে ১২২ টি কোম্পানি, কালিম্পং ২১টি কোম্পানি, কৃষ্ণনগরে ১১টি কোম্পানি, পূর্ব বর্ধমানের ১৫৫ কোম্পানি, রানাঘাটে ১৪০ কোম্পানি, শিলিগুড়িতে ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট বুথের সংখ্যা ১৫,৭৮৯ এদিকে এই দফায় কোনরকম ঝামেলা না হয় অন্যদিকে কোরনার কারনে জমায়েতের উপর নজর রাখতে একাধিক কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।
একটি মন্তব্য পোস্ট করুন