পনি কি হোয়াটসঅ্যাপ (Whatsapp) ব্যবহার করেন? তাহলে সতর্ক থাকুন। কারণ সম্প্রতি টেকনোলজি বিশেষজ্ঞরা এই মেসেঞ্জার অ্যাপ এর একটি বিরাট দুর্বলতা খুঁজে পেয়েছেন। শুধুমাত্র আপনার মোবাইল নাম্বার টি ব্যবহার করেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এ হানা দিতে পারে হ্যাকাররা। এমনকি একাউন্ট অকেজো করে দেওয়ার ক্ষমতা রাখে তারা। 

 
এমনিতেই সাম্প্রতিক অতীতে হোয়াটসঅ্যাপে ইউজারদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গ কে। এই ম্যাসেজিং অ্যাপেল পলিসি আপডেট করলে তথ্য ফাঁসের সম্ভাবনা রয়েছে। এমনই খবর ছড়িয়েছে। যাতে বহু মানুষ এই অ্যাপটির দিক থেকে মুখ ঘুরিয়ে ছিলেন। অনেকেই সিগন্যাল এবং টেলিগ্রাম অ্যাপ এর দিকে ঝুঁকতে শুরু করেছিলেন। কিন্তু জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপ নিজের পুরনো আস্থা পুনরুদ্ধারে মরিয়া। কিন্তু এরই মধ্যে বিরোধের নয়া পর্যবেক্ষণ উদ্বেগ বাড়ালো। অনায়াসে বহু ব্যবহারকারীর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিতে পারে এই দুর্বলতা (bag)।


এমন ঘটনা ঠিক কীভাবে ঘটেছে? সিকিউরিটি বিশেষজ্ঞ (Security Researchers) লুই মার্কেস কার্পিনটেরো এবং আর্নেস্ট নিজেদের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে হোয়াটসঅ্যাপের এই দুর্বল অংশটি চিহ্নিত করতে পেরেছেন। দুই মৌলিক দুর্বলতায় এর জন্য দায়ী। প্রথমত আপনার মোবাইল নম্বরটি হ্যাকারের হাতে চলে গেলে এই ঘটনা ঘটতে পারে। তবে এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এ চুমু দিতে গেলে প্রয়োজন ছয় সংখ্যার রেস্তরেশন কোডটি। অনেকবার ফুল কোড টাইপ করলে কিন্তু আপনার একাউন্ট ১২ ঘন্টার জন্য অকেজো হয়ে যাবে। একই সঙ্গে ইমেল আইডি ব্যবহার করেও একাউন্টে ঢুকে পড়া যায়। স্বাভাবিকভাবেই মেসেজিং অ্যাপ এর এই দিকটি চিন্তার। কারণ, এভাবে কখন আপনার নিজের একাউন্টিই হাতছাড়া হয়ে যাচ্ছে, টেরও পাবেন না।


 
 
 
 
 
 
 
 
 
 
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।

Post a Comment

নবীনতর পূর্বতন