রামবাগের তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডল খাঁ। তিনি ভোটের দিন বললেন,'সব শিডিউল কাস্ট লোকজন। মমতাদি  তোমাদের সব দিয়েছে, তাও তোমরা ভিখারির মত করছ কেন? আসলে এদের যতই দিন পেট ভরে না। কেউ থাকে অভাবে ভিখারি, কেউ স্বভাবে ভিকারি।' অবশ্য সেই মন্তব্যের ব্যাখ্যা চেয়ে  সুজাতাকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। সুজাতাকে ২৪ ঘন্টার মধ্যে ব্যাক্ষা দিতে বলা হয়েছে। জাবাব না পেলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
 
আরও পড়ুন:এবার মাক্স না পরলে জরিমানা হবে ১০,০০০ টাকা!
 
 
 
 
 
 
 
 
 
 
 
আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন