করোনা মহামারী পড়বে তার অবদানের জন্য দেশে রবিনহুড বলেই পরিচিত তিনি। এবার সেই সোনু সুদের(Sonu Sood ) আক্রান্ত হলেন কোরনায়। মারন ভাইরাস খাবা বসিয়েছে অভিনেতার শরীরে। নিজেই সোশ্যাল মিডিয়ায় তার রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়েছেন সোনু।
— sonu sood (@SonuSood) April 17, 2021আর খবর পাওয়া মাত্রই উদ্বেগ ছড়িয়েছে ভক্তদের মধ্যে। যদিও সকলকে আশ্বস্ত করে শোনো জানিয়েছেন, তিনি এই মুহূর্তে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। কোভিড আক্রান্ত হলেও তিনি মানুষকে সাহায্য করা থামিয়ে দেবেন না বলেও বার্তা দিয়েছেন।
আপনার মতামত জানান কমেন্ট বক্সে।
একটি মন্তব্য পোস্ট করুন