দে
শের করোনা সংক্রমণ বাড়তেই এবার মধ্যপ্রদেশ লকডাউনের পথেই হাঁটলো। তবে হচ্ছে না পূর্ণাঙ্গ লকডাউন, তাই আংশিক লকডাউন এর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। শনিবার সন্ধ্যা ৬ টা থেকে সোমবার সকাল ১০ টা পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে। এই রাজ্যের ইন্দোর ও ভোপালে বেড়েই চলেছে কোরনা সংক্রমণ।

রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, একটি কমিটি গঠন করা হয়েছে। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখা হবে। মধ্যপ্রদেশ সংলগ্ন বড় শহরগুলিতে কনটেইনমেন্ট জোন করা হয়েছে। প্রয়োজন পড়লে এর সংখ্যা বাড়তেও পারে। ইন্দোরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪,৮৯৫ জন। ভোপালেও মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৫ হাজার ২৫৫ জন। দেশে করুণা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ইতিহাসে রেকর্ড গড়ছে এই সংক্রমণ। তবে এই পরিস্থিতিতে মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাবের পর এবার আংশিক লকডাউন মধ্যপ্রদেশেও।


 
 
 
 
আপনার মতামত জানান কমেন্ট বক্সে

Post a Comment

নবীনতর পূর্বতন