রা
জ্যে এসে রোমিও স্কোয়াট (
Anti-Romeo squads) গড়ার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই প্রশ্নেই টুইটে তাকে বিঁধলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। রসিকতা সুরে তিনি লিখেছেন, বাঙালিরা তাদের রোমিওদের ভালোবাসে।


বৃহস্পতিবার কৃষ্ণনগরের জনসভায় প্রচারে যোগী আদিত্যনাথ বলেন,"গণিতের ও মেয়েদের সুরক্ষার কথা মাথায় রেখে বাংলায় এসে রোমিও স্কয়ার তৈরি করবে BJP।  তৃণমূলের রোমিওদের জেলে ঢোকাবে।"
 
এই কথার জবাব দিতে বেশি সময় নেয় নি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি টুইটারে লিখেন, "অজয় বিশত ওরফে মুখ্যমন্ত্রী যোগীর সম্পর্কিত কথা: বিজেপি ভোটে জেলে বাংলায় অ্যান্টি রোমিও স্কট বানাবে। গুড্ডুজি, আমরা বাঙালিরা মন থেকে প্রেমিক। আমরা আমাদের সংগীত কে, আমাদের কবিতাকে, আমাদের মিষ্টিকে আর হ্যা, আমাদের রোমিওদের কেউ ভালোবাসি।


২০১৭ তে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ এর সরকার ক্ষমতায় আসার পর সেখানে রোমিও স্কোড তৈরি করা হয়। তবে এই এসকট নিয়ে নানা মহলে নানা প্রশ্ন উঠেছিল। অযথা যুগলকে হেনস্থা করা, ভালো ছেলেদেরও রোমিওর তকমা দিয়ে জেনে অভিযোগ উঠেছে।
 
আরও পড়ুন:আবারো মধ্যপ্রদেশে আংশিক লকডাউন

 
 
 
 
 
 
 
 
কমেন্ট বক্সে আপনার মতামত জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন