পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়তে শুরু করেছে, আর তার বিরুদ্ধে সরব হলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)। মঙ্গলবার নিজস্ব সাল হ্যান্ডেল একটি টুইট করেন মিমি।যেখানে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে সূর্য রাতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী কে। তবে কিছুটা অন্যরকম ভাবে। 'কেয়া হুয়া তেরা ওয়াদা'দিয়ে নিজের টুইট শুরু করেন, ভারত কিভাবে কিভাবে আত্মনির্ভর হবে বলে আক্রমণ করেন মিমি।
শুধু তাই নয়,গ্যাসের দাম যেভাবে বাড়ছে ভারতবর্ষের মানুষকে এবার নিজেদের রক্ত বিক্রি করতে হবে বলেও আক্রমণ করেছেন মিমি। পাশাপাশি আজ সকালে যখন এলপিজি গ্যাসের সিলিন্ডাডার তার বাড়িতে আসে, তখন তার মাথা ঘুরে যায় বলেও মন্তব্য করেন মিমি।
Today morning LPG came to my door nd i collapsed 😡😡.
— Mimssi (@mimichakraborty) March 2, 2021
Kya hua tera vada ??? Aatmanirbhar kya aaisa benaga india khoon bechke apna😡
আরও পড়ুন:পাকিস্তানে দেখা মিললো নতুন ঐশ্বরিয়ার!
তবে এটা সত্যি সম্প্রতি দফায় দফায় বাড়তে শুরু করেছে রান্না গ্যাসের দাম। রবিবার মাংস থেকে আরও ২৫ টাকা করে বাড়ানো হয় গ্যাসের দাম। গত আড়াই মাসে এ নিয়ে ২২৫ টাকা করে বাড়ানো হয় রান্নার গ্যাসের দাম। মার্চ মাসের শুরুতে ফের গ্যাসের দাম আরো ২৫ টাকা বাড়ানোর বিষয়টি নিয়ে তোপ দাগলেন মিমি চক্রবর্তী।
ক িন্তু এদিন শুধু মিমি নন, তার সাথে গলা মিলাতে সায়নী ঘোষ কেউ দেখা যায়, গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে সরব হতে। সায়নী ঘোষ ( Saayoni Ghosh) নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশ মজা করি গ্যাসের দাম নিয়ে কটাক্ষ করেন।When centre throws LPG hike at you, make a salad! pic.twitter.com/VS14NksTnO
— saayoni ghosh (@sayani06) March 1, 2021
একটি মন্তব্য পোস্ট করুন