ঠিক এক বছর আগে কোন না কাটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন দেশের আমজনতা। দেশজুড়ে কভিড টিকাকরণ শুরু হবার পরও যে হঠাৎ করে এভাবে সংক্রমণ ছড়াবে, তা হয়তো অনেকেই ভাবতে পারিননি। দেশজুড়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ক্রমে ক্রমে ঊর্ধ্বমুখী হচ্ছে কোরনা পজিটিভের সংখ্যা বিশেষজ্ঞদের কপালে ভাঁজ। ইতিমধ্যেই নতুন করে লক ডাউন পথে হেঁটেছে বিভিন্ন শহর। সংক্রমণ ঠেকাতে ফের লকডাউন এর পথে হাঁটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কলকাতার স্বাস্থ্যবদরাও।
রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী (Ministry of Health and Family Welfare) কে পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘন্টায় দেশে ৪৩,৮৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গত চার মাসে সর্বোচ্চ দৈনিক সংক্রামন। যার ফলে দেশের মোট করোনা সংক্রামিত সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৫ লক্ষ ৯৯ হাজার ১৩০ জন। একদিনে মরণ ভাইরাসে প্রান হারিয়েছে ১৯৭ জনের। দেশের করোনায় মৃত্যু হয়েছে মোট ১ লক্ষ ৫৯ হাজার ৭৫৫ জনের। এই পরিসংখ্যা টাও ও আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। যা রীতিমতো চিন্তার। বাড়াচ্ছে দেশের বাড়তে থাকা পজেটিভ কেস। বর্তমানে ৩ লক্ষ ৯ হাজার ৮৭ জন করোণা রোগের চিকিৎসাধীন।India reports 43,846 new COVID19 cases, 22,956 recoveries and 197 deaths in the last 24 hours, as per the Union Health Ministry
— ANI (@ANI) March 21, 2021
Total cases: 1,15,99,130
Total recoveries: 1,11,30,288
Active cases: 3,09,087
Death toll: 1,59,755
Total vaccination: 4,46,03,841 pic.twitter.com/wchJknzDcJ
একটি মন্তব্য পোস্ট করুন