শুটিং শুরু হয়ে গেল 'দ্য গ্রে ম্যান' সিনেমার। নেটফ্লিক্সের এই সিনেমার মুখ্য চরিত্র হল রায়ান গসলিং, 'ক্যাপ্টেন আমেরিকা'খ্যাত ক্রিস ইভান্স এবং থাকছেন তামিল সুপারস্টার ধানুষ।
পরিচালনার দায়িত্বে 'অ্যাভেঞ্জার্স' খ্যাত রুসো ব্রাদার্স। এরপর কয়েকটি পর্বে সিনেমার সিরিজ তৈরি করতে চায় নেটফ্লিক্স। আমেরিকার গোয়েন্দা দপ্তর সিআইএ-র এজেন্ট এর ভূমিকায় দেখা যাবে রায়ান ও ক্রিসকে। ধানুষের চরিত্র সম্পর্কে কিছু জানা যায়নি।
একটি মন্তব্য পোস্ট করুন