দেখা মিলল ব্লাক হলের। দাবি হার্ভাড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের ‌ গবেষকদের। এ বিষয়ে 'দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল'-এ একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে।

 

 সেই পত্রিকায় গবেষকরা জানাচ্ছেন, পৃথিবী থেকে ২২ কোটি ৮০ লক্ষ্য আলোকবর্ষ দূরে 'জে০৪৩৭+২৪৫৬'নামে একটি ছায়াপথ রয়েছে। সেই ছায়াপথ থেকে ওই ব্ল্যাক হোল কে ছুড়তে দেখা গিয়েছে। যার গতিবেগ ছিল সেকেন্ডে প্রায় ৪,৮১০ কিমি।

আরও পড়ুন:ঢাকা মেডিকেলের কোরনা ইউনিটে আগুন, মৃত ৩

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন