ভারতে লঞ্চ করেছে রেডমি স্মার্ট টিভির‌ 'এক্স' সিরিজ। যার দাম শুরু হচ্ছে ৩২,৯৯৯ টাকা থেকে। ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি ও ৬৫ ইঞ্চিতে মিলবে এই টিভি। প্রত্যেক ভ্যালেন্টেই রয়েছে 4k মাস্টারের বেতন এইচডিআর এলইডি স্ক্রিন। থাকছে এন্ড্রয়েড টিভি ১০।  

এর পাশাপাশি রয়েছে ১২বিটের ডল ডিভিশন এবং এইচডি আরো সাপোর্ট করে এই স্মার্ট টিভিতে। স্টক এন্ড্রয়েড টিভি ভাইয়ের সঙ্গে প্যাচওয়াল থাকছে এই টিভি সিরিজে।

Post a Comment

নবীনতর পূর্বতন