বারও শরীরে থাবা বসিয়েছে ক্যান্সার। পাঁচ বছর পর ফের ক্যান্সারাক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, মানে জিয়ন কাঠির জাহ্নবী। কিন্তু তার অদম্য জেদ আর বাঁচার ইচ্ছা নিয়ে এই মরণ রোগকে ফের হারিয়ে দিতে বদ্ধপরিকর ঐন্দ্রিলা।

বায়োপসি রিপোর্টে আবারো ক্যান্সারের উপস্থিতি মেলার শুরুতে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তবে না, হার মানা যাবেনা। তাই মন শক্ত করে লড়াই শুরু করলেন। আপাতত দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ঐন্দ্রিলা। হাসপাতালের বিছানায় শুয়েই ছবি পোস্ট করলেন। আর ক্যাপশনে লিখেছেন 'লড়াই শুরু হয়ে গিয়েছে'।

ঐন্দ্রিলার ডানদিকের ফুসফুসে টিউমার ধরা পড়বার খবর সামনে আসে মঙ্গলবার, এরপর অপেক্ষা চলছিল বায়োপসি রিপোর্টের।সেই রিপোর্ট আশঙ্কা সত্য প্রমাণ করে জানিয়ে দেয় আবার ঐন্দ্রিলার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর। ঐন্দ্রিলা এর আগে ট্রেন্টস নামক বিরল ক্যান্সারে আক্রান্ত হন ২০১৫ সালে। প্লেয়ারদের বছরের লড়াই পেরিয়ে ক্যান্সার জীবন অতিক্রান্ত করেন ঐন্দ্রিলা।

১৬ টি কেমো আর ৩৩টি রেডিয়েশন এরপর গত বার ক্যান্সার যুদ্ধে জয়ী হয়েছিলেন অভিনেত্রী।পরিবার সূত্রে খবর সরস্বতী পুজোর আগের দিন ঐন্দ্রিলার কাঁধে মারাত্মক যন্ত্রণা শুরু হয়। সেদিন শুটিং ছিল ঐন্দ্রিলার, তবে বাধ্য হয়েই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন তিনি। ঐন্দ্রিলার দিদি, যিনি নিজে একজন চিকিৎসক তার পরামর্শেই কিছু ওষুধ খান নায়িকা, তবে কাজ হয়নি। এরপর গত রবিবার চিকিৎসার জন্য দিল্লি পৌঁছান অভিনেত্রী।

'ঝুমুর' এর সঙ্গে টেলিভিশনে ক্যারিয়ার শুরু ঐন্দ্রিলার। আপাতত জীবন জ্যোতি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা শর্মা। সিরিয়ালের পাশাপাশি শেষ থেকে শুরু ছবি তে অভিনেতা জিৎ এর বোনের ভূমিকায় দেখা গিয়েছিল ঐন্দ্রিলাকে।এছাড়াও পরিচালক অমিত দাস এর আসন্ন একটি ছবিতে রুপোলি পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে।

Post a Comment

নবীনতর পূর্বতন