বিতর্কে মুখে পড়লেন মার্কিন পপ তারকা রিহানা। গেট ইনস্টাগ্রাম প্রোফাইল এ গলায় ঝুলিয়ে টপলেস ছবি পোস্ট করলেন তিনি। আর সেই ছবি নিয়েই এই মুহূর্তে উত্তর গোটা দেশ, প্রতিবাদের ঝড় নেট পাড়ায়। রিনার এই কাণ্ড দেখে নেটিজেনরা সঠিকভাবে ক্ষুব্ধ।

 রিহেনা যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা গিয়েছে ,শুধুমাত্র বেগুনি রঙের ছোট প্যান্ট পড়ে ক্যামেরার সামনে উত্তেজক ভঙ্গিমায় পোস্ট দিয়েছেন। তার গলা থেকে ঝুলে রয়েছে হিন্দু দেবতার লকেট। প্রত্যাশিতভাবেই এই মুহূর্তে ভারতীয়দের সমালোচনার মুখে মার্কিন এই পপস্টার। নেটিজেনদের কথায়, রেহানা ইচ্ছে করেই এই কাণ্ড ঘটিয়েছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেবতা কে অপমান করতেই তার এই পদক্ষেপ।
কিছুদিন আগে কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করে বিতরকের মুখে পড়েছিলেন রেহানা। সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন,'এত বড় কৃষক আন্দোলন নিয়ে আমরা কেন মন্তব্য করছি না!'রেহানা এই সোশ্যাল পোস্ট দেখে তীব্র প্রতিবাদ শুরু হয়েছিল এ দেশে।তার রেশ কাটতে না কাটতেই আরো বড় বিতর্ক বা দিয়ে বসলেন ওই মার্কিন পপ তারকা।সোশ্যাল মিডিয়ায় তার আগের পোস্ট ঘিরে যে জল ঘলা হয়েছে তা নস্যাৎ করে উড়িয়ে দিয়েছেন তিনি । আর তারই প্রতিফলন হয়তো এই ছবি পোস্টটি। অত্যন্ত নেটিজেনদের দাবিতো সেটিই।

Post a Comment

নবীনতর পূর্বতন