এবার সলমন খানের সিনেমার ভিলেন ইমরান হাসমি। ফিল্ম সমালোচক সুমিত কাডেল জানাচ্ছেন, 'টাইগার' সিনেমা সিরিজের তৃতীয় পর্বে খলনায়ক হিসাবে সই করেছেন ইমরান।
বলিউডের এই দুই প্রথম সারির তারকাকে অবশ্যই প্রথমবারের জন্য বড়পর্দায় একসঙ্গে দেখতে আগ্রহী ভক্তরা।থাকছেন ক্যাটরিনা কাইফও। যশরাজ ফিল্মসের প্রয়োজনায় মার্চ মাস থেকে এই সিনেমার শুটিং হতে পারে ইস্তানবুলে।
আরও পড়ুন:জেলে লাগাতার ধর্ষণের শিকার, মুক্তি সৌদির মহিলা সমাজকর্মী
একটি মন্তব্য পোস্ট করুন