দীনেশ ত্রিবেদী রাজ্যসভার সংসদ এর পথ ছেড়ে দেওয়ায় তৃণমূলের কোন ক্ষতি হবে না। বললেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তার কথায়,'রাজ্যসভায় দাঁড়িয়ে দীনেশ ত্রিবেদী ইস্তফা দেওয়ার ঘটনা নজিরবিহীন। উনি দলের কিছু জানেন নি।
লোকসভায় হেরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কে রাজ্যসভার সাংসদ করেছিলেন।'দীনেশ কে সুখেন্দু কটাক্ষ করে আরও বলেন,'এত তাড়াতাড়ি বন্ধ হলে কিভাবে হবে? মোদির দলেএ গিয়েও তো দম বন্ধ হতে পারে।'
আরও পড়ুন:পদ ছাড়লেন টোকিও অলিম্পিক এর প্রেসিডেন্ট
একটি মন্তব্য পোস্ট করুন