একুশে নির্বাচনে বাংলায় পদ্মফুল ফোটাতে মরিয়া মোদি বাহিনী।সেই প্রচেষ্টা সফল হতে এবার রাজ্যের সরকারি কর্মচারীদের মন পাওয়ার চেষ্টা করলেন অমিত শাহ।ভোট মুখী বাংলায় পা রেখে এবারও বঙ্গবাসীর উদ্দেশ্যে বড় বড় প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একুশে বাংলার ক্ষমতায় বিপিএলে, সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। বৃহস্পতিবার সাগরের সভায় এমনটাই ঘোষণা করলেন মোদি সেনাপতি।একসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা করেছেন তিনি।বাংলায় ডবল ইঞ্জিন সরকারি করা হবে বলে এদিন ফের সোচ্চার হোন শাহ।
সপ্তম বেতন কমিশন কার্যকারী প্রসঙ্গে অমিত মিত্র বলেন,'বাংলার পরিস্থিতি ভালো নয়। আর্থিক পরিস্থিতির হাল খারাপ। আপনাদের বলছি, এবার বিজেপি সরকার গড়ে দিন বাংলায়, সকল সরকারী কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকারী করা হবে।'পাশাপাশি অমিত শাহ বলেছেন, রাজ্য সরকারি চাকরিতে ৩৩% আসল মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে।
এদিন অমিত শাহ আরো বলেছেন,'ক্ষমতায় এলে আম্ফান দুর্নীতি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি করা হবে। সাধারণ মানুষের টাকা ফেরানো হবে। অপরাধীদের জেলে পাঠানো হবে।'তৃণমূলকে নিশানা করে অমিত শাহ এর জবাব,'তোষণের রাজনীতির পরিবর্তন চায় BJP। কার্ড মানির বিরুদ্ধে এই পরিবর্তন।২৯৪ আসনেই তৃণমূলকে উৎখাত করা। আমরা সোনার বাংলা গড়বে।'
গঙ্গাসাগর মেলা কি আনজাতিক মেলায় হিসেবে ঘোষণা করার কথা বলেছেন শাহ।পাশাপাশি দক্ষিণ 24 পরগনা কে সমুদ্র জাতীয় খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় কে টার্গেট করে অমিত শাহ বলেছেন,'মমতার আমলে বাংলা উন্নয়ন কি দেখেছে?বাংলায় উন্নয়নের জন্য ডবল ইঞ্জিন সরকারের দরকার। ডবল ইঞ্জিন সরকার সোনার বাংলা গড়বে। মমতা দিদি তৃণমূলের গুন্ডারা ১৩০ জনেরও বেশি কর্মীদের হত্যা করেছেন। ওদের আত্মত্যাগ ব্যর্থ হতে দেব না।'
একটি মন্তব্য পোস্ট করুন