ছবি: রয়টার্স

আমরা কম-বেশি অ্যাপেলের প্রোডাক্ট সম্পর্কে ধারণা রাখি। অ্যাপেল এমন একটি ব্রান্ড যার কাজ নিখুঁত এবং খুবই ব্যয়বহুল গ্যাজেট বানিয়ে থাকে। তবে এই স্ট্র্যাটেজি পাল্টাতে চায় অ্যাপল। জাপান ভিত্তিক প্রযুক্তি সংবাদ সাইট ম্যাক ওতাকারার প্রতিবেদনের তথ্য অনুসারে, আসন্ন ওই আইপ্যাডের নকশা সর্বশেষ প্রজন্মের iPad air3 এর মতই হবে। কোন পরিবর্তন চোখে পড়বে না।

প্রতিবেদনে বিজনেস ইনসাইডার উল্লেখ করেছে, আইপ্যাডের ডিসপ্লের আকৃতি আগের মত 10.2 ইঞ্চি হবে। তবে, আইপ্যাড এয়ার 3 এর থেকে অনেকটাই পাতলা এবং হালকা হবে প্রায় 6.33 মিলিমিটার হবে।

বর্তমানে আইপ্যাডের 490 গ্রাম ওজনের বদলে নতুন আইপ্যাড এর ওজন হবে 460 গ্রাম। সব মিলিয়ে 30 30 গ্রাম কম ওজনে‌। ডিভাইসে দেখা মিলবে টাচ আইডি, হোম বাটন, লাইটিং পোর্ট। অ্যাপেল নিজের ডিভাইসে 'ইউএসবি সি'পোর্ট দিতে রাজি নয় বলেই উঠে এসেছে বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে।

নতুন আইপ্যাডের স্ক্রীন পুরোটাই ডুবে থাকবে ল্যামিনেশন ও অ্যান্টি রিফ্লেক্টিভ বা প্রতিবিম্বহিন কোটিং। ম্যাক ওতাকারার প্রতিবেদন বলেছে, নতুন আইফোনের দাম শুরু হবে 299 ডলার থেকে, এবং ওই দামে সরাসরি 64 GB মডেল পাবেন আগ্রহীরা। উল্লেখ্য, বর্তমানে 32GB আইপ্যাডের দাম পড়ে 399 ডলার।
 
ধারণা করা হচ্ছে, মার্চের শেষে অ্যাপেল নিজেদের 2021সালের আইপ্যাড লাইনআপ দেখাতে পারে তবে এখনো পর্যন্ত পাতলা ও হালকা এবং এমন দামে বাজারে আসবে কবে তানি স্পষ্ট জানায় নি অ্যাপল।

Post a Comment

নবীনতর পূর্বতন