Samarjeet

ঠিকই শুনছেন এই হল কম বয়সী সিরিয়াল কিলার, যে বয়সে মানুষ পিতা-মাতার হাত ধরে পথ চলতে শেখে, সেই বয়সেই কিনা এই শিশু খুনী হিসেবে অভিযুক্ত। অমরজিৎ সাদার বয়স মাত্র ৮ বছর। কিন্তু বয়স দেখে ছোট ভাববেন না। এই বয়সে সে খুন করে ফেলেছে ৩ জনকে।আর এসব ফোন করে সে দুঃখিত মোটেই নয় বরং খুশিতে আত্মহারা।

নিজের বোন সহ আরও দু'জনকে খুন করেছে শিশুটি। বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার হিসেবে আখ্যা পেয়েছে অমরজিৎ। ভারতের বিহারের মুনাহার গ্রামের বাসিন্দা সে। ২০০৬ সালে অমরজিৎ প্রথম তার ছয় বছরের কাকার বোনকে খুন করে। তখন তার বয়স মাত্র ৭ বছর।

আর তখন থেকেই চেপে যায় তার খুনের নেশা। অমরজিত তার নিজের ৮ মাসের বোনকে খুন করে। এ বিষয়ে অমরজিৎ এর কাকা গণমাধ্যমকে বলেন,'পরিবারের সবাই ওর খুনের বিষয়গুলো জানতে। তবে সবাই পারিবারিক বিষয় বলে বাইরে জানাজানি করতে চাননি।'

২০০৭ সালে অমরজিৎ তৃতীয় খুন করে।খুসবু নামের ৬ মাস বয়সী এক শিশুকে।খুশবুর মা একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি যখন স্কুলে গিয়েছিলেন, তখন শিশুটি ঘুমাচ্ছিল। স্কুল থেকে ফিরে তিনি খুশবু কে খুঁজতে থাকেন।এর কয়েক ঘণ্টা পর অমরজিৎ এসে খুশবুর মায়ের কাছে অপরাধের কথা স্বীকার করে। সে জানায়, শিশুটিকে গলা টিপে হত্যা করেছে সে। এরপর মাথায় ইট দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে অমরজিৎ। এমনকি হত্যার পর ৬ 6 মাস বয়সী শিশুটিকে মাটি খুঁড়ে কবর দিয়েছে।

তারপর গ্রামবাসীকে খুশবু কে কবর দেওয়ার স্থানে নিয়ে যায়। ততক্ষনে পুলিশ এসে অমরজিৎ কে গ্রেপ্তার করে। সে পুলিশের কাছে কোনো অপরাধ স্বীকার করে জানায়, এর আগেও নিজের বোন সহ কাকার বোনকে সে খুন করেছে।

থানায় নিয়ে যাওয়ার পর পুলিশ অনেকবার অমরজিৎ কে প্রশ্ন করতে থাকে। তবে সে শুধু হাসতে থাকে। সেখানকার পুলিশ জানায় অমরজিৎ কে আমরা অনেক প্রশ্ন করেছি, কিন্তু সে কোন উত্তর দেয়নি। একটু পর পরই সে পাগলের মত হাসে।

মনোরোগ বিশেষজ্ঞদের মতে, অমরজিৎ অন্যকে কষ্ট দিয়ে নিজেকে আনন্দ দেয়। এমন মানসিক রোগে আক্রান্তরা শুধু অন্যকে কষ্ট দিতে জানে। এতে তারা আনন্দ পায়। শিশু অপরাধ হিসেবে প্রথমে অমরজিৎ কে চিল্ড্রেন্স হোমে রাখা হয়। তাছাড়াও ৩ বছর সে মনোরোগবিদের কাছে কাউন্সিলিং গ্রহণ করে। ১৮ বছর বয়সে ২০১৬ সালে সে মুক্তি পায়। বয়স কম থাকায় ও মানসিক রোগের কারণে বিচারক তার ভবিষ্যত নষ্ট করতে চাননি। এজন্য তাকে মুক্তি দেয়া হয়।

তবে অমরজিৎ এর এখন বয়স ২২ বছর। তার ঠিকানা জানানো হয়নি। তার নাম অমরজিৎ পরিবর্তন করে সমরজিৎ করে দেওয়া হয়েছে। বর্তমানে সে কোথায় আছে তার খোঁজ যারা জানেনা কেউ।
 
আরও পড়ুন:রাজ্যে ২০৭টি হাসপাতালে টিকাকরণ  আজ
The sun/JMS/SU/MKH

Post a Comment

নবীনতর পূর্বতন