Image-PTI & PIxaboy
কোজাগরী অর্থের যোগান সুনিশ্চিত করতে বিলগ্নীকরণ এর উপর জোর দিচ্ছে মোদি সরকার। বিগত বছরের বাজেটে অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অঙ্গ হিসেবে বল্গাহীন বেসরকারিকরণের ঘোড়া ছুটিয়ে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভারত পেট্রোলিয়াম এবং এয়ার ইন্ডিয়া সহ একাধিক বৃহত্তর রাষ্ট্রয়ত্ত সংস্থাকে নিলামে তোলার প্রক্রিয়া শুরু করে দিয়েছে সরকার। সীতারামন এর আসন্ন বাজেটে উপকরণের সেই ধারা অব্যাহত আছে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এবারের বাজেটে সীতারামন ৩ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শেয়ার বিক্রি করার কথা ঘোষণা করতে পারেন বলে খবরে প্রকাশ।এরমধ্যে আবার একটি ব্যাগ সম্পূর্ণ বিক্রির প্রস্তাব দেওয়া হলে বিস্ময়ের কিছু থাকবে না বলে মত পর্যবেক্ষক মহলের।

এদিকে প্রবল আর্থিক ঘাটতি চাপে বেসামাল ভারত সরকারের কোষাগার।খরচ অনুসারে পরিকল্পিত অর্থের সংস্থান করায় এই মুহূর্তে নরেন্দ্র মোদি সরকারের কাছে এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জের ব্যাপার। কোভিড এসে সরকারের কোষাগার এর হাল বেহাল করে দিয়েছে। এমনই প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে এবার বাজেট পেশ করতে হবে নির্মলা সীতারামন কে।


গত বাজেটে দেশের বৃহত্তম বিমান সংস্থা ভারতীয় জীবন বীমা নিগম (LIC) নিজের অংশীদারিত্ব বিক্রি কথা বলেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজারে শেয়ার ছাড়ার মাধ্যমে সরকার  LIC তে নিজের অংশীদারিত্ব বিক্রি করবে বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু আয়নীয় প্রশাসনিক জটিলতার কারণে মোদি সরকারের পক্ষে এখনো সেই কাজ করে ওঠা সম্ভব হচ্ছে না। বাজেট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, আসন্ন বাজেটে LIC ১০% থেকে 
১৫ শতাংশ শেয়ার বিক্রির কথা ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

তাছাড়াও চলতি আর্থিক বছরের রাষ্ট্রায়ত্ত ব্যাংক IDBI এর নিজের অংশীদারত্ব বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে ছিল মোদি সরকার। কিন্তু কোরোনা এসে তাতেও জট পাকিয়েছে। যদিও রণেভঙ্গ দিতে নারাজ দেশের দ্বিতীয় মহিলা অর্থমন্ত্রী। উল্টে এক কদম এগিয়ে আসন্ন বাজেটে আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারির হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিতে পারেন তিনি। অর্থাৎ বিক্রি করে দেয়া হতে পারে IDBI ব্যাংকে। উল্লেখ্য বর্তমানে ব্যাংকটি কেন্দ্রের ৪৭.১১ শতাংশ অংশীদারিত্ব আছে। আর বাকি  ৫১ শতাংশ শেয়ার LIC এর।


তবে বিক্রির তালিকায় এখানেই শেষ নয়।এই বাজেটে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাঙ্ক এ বেসরকারিকরণ করার প্রক্রিয়া শুরু করা হতে পারে।যার অঙ্গ হিসেবে এই দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শেয়ার বিক্রির প্রস্তাব দিতে পারেন মোদি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Post a Comment

নবীনতর পূর্বতন