উল্লেখ্য, এই তিন কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে সরব হয়েছে দেশের একাধিক বিরোধীদল।প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি আইন বাতিলের দাবি তুলেছেন।একাধিকবার কথা বলেছেন আন্দোলনরত কৃষকদের সঙ্গেও। কৃষি আইন এর বিরুদ্ধে প্রস্তাব পাস হয়েছে কেরাল বিধানসভাতে ও।
অপরদিকে,কৃষকদের আন্দোলনের আবহে বারংবার তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।দেশের 'অন্নদাতা'দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছিলেন, 'কৃষকদের স্বার্থেই সংস্থার কথা হচ্ছে। নিচের কোন ভালো দামে ও পরিকাঠামোর সরাসরি বিক্রি করার স্বাধীনতা কি কৃষকদের দেওয়া উচিত নয়।'
আরও পড়ুন:2021 Budget: ৩ রাষ্ট্রয়ত্ত ব্যাংক বিষয়গুলি পূরণের পথে মোদি সরকার বাজেট ঘোষণা করতে পারেন নির্মলা।
কৃষি আইন করে চটকাতে চার সদস্যের প্যানেল তৈরি করেছে সুপ্রিম কোর্ট। দুই মাসের মধ্যে দেশের সর্বোচ্চ আদালতে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে ওই প্যানেলে। ৩ কৃষি আইনের প্রতিবাদে দিল্লি লাগোয়াএলাকায় আন্দোলনে সামিল হয়েছেন দেশের বহু কৃষক।১১ বার কিশোরী তাদের সঙ্গে বৈঠকে বসে সরকার পক্ষ। কিন্তু কোন রফা সূত্র মেলেনি। কৃষি আইনে বাতিলের দাবিতে ভারত বন্ধ পালন করেন কৃষকরা। সেই সঙ্গে ৩২ টি কিশোর ইনিয়ন এর প্রধানও অনশনের বসেন।
অপরদিকে, প্রজাতন্ত্র দিবসের দিন ট্রাক্টরের অশান্তির ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে দেশের জাতীয় পতাকার অবমাননার জন্য মামলা দায়ের করারও দাবি জানানো হয়েছে সর্বোচ্চ আদালতে।প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির রাজপথে কৃষকদের ট্রাক্টর রেলি ঘিরে তুলকালাম কাণ্ড বাঁধে।দিল্লিতে হিংসার ঘটনায় করা পদক্ষেপের পথে হাঁটছে দিল্লি পুলিশ। ২৫ জনের নামে এফআইআর হওয়া সত্ত্বেও এবার লুকআউট নোটিশ জারি করতে চলেছে দিল্লি পুলিশ। সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই কৃষক নেতাদের পাসপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন