চায়নার দানব কোম্পানি Xiaomi- র বিরুদ্ধে বড়োসড়ো অভিযোগ আনল Philips।এই স্মার্টফোন সংস্থার বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করল Philips।তার সাথে ভারত থেকে চীনের স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা শাওমিকে ব্যান করার আবেদন জানাল এই কোম্পানি। শুধু ব্যান নয়, তার সঙ্গেই আবার কোর্ট এর কাছে ভারতে এই স্মার্টফোন  মেনুফেকচারিং, ইম্পর্টিং, অ্যাসেম্বলিং থেকে শুরু করে থার্ড পার্টি ওয়েবসাইট এ এডভার্টাইজিং বন্ধ করার অনুরোধ করলো Philips।




Philips থেকে দাবি করা হচ্ছে যে, বেশকিছু এ স্মার্টফোন রয়েছে শাওমির, যেগুলিতে UMTS এনহান্সমেন্ট এবং LTE টেকনোলজি রয়েছে। সেগুলিকে ব্যান করা উচিত ভারত থেকে। কারণ এই ধরনের Xiaomi বানানোর স্মার্টফোনের পেটেন্ট Philips এর কাছে আছে।



দিল্লি হাইকোর্টের কাছে আবেদনপত্র Philips লিখেছে, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হোক Xiaomi উপর। পাশাপাশি ফিলিপসের আরও দাবি, সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ এবং কাস্টমস জানু কাস্টমার থলিটিকে অনুমতি দেয়,জাতীয় ভারতের সমস্ত বন্দর থেকে নির্দিষ্ট এইসব মডেলগুলি ইমপোর্ট করা পুরোপুরি বন্ধ করে দেয়।  

এই মুহূর্তে এই মামলার ভিত্তিতে একটি অর্ডার পাস করা হয়েছে। যেখানে বলা হয়েছে, Xiaomi এবং অন্যান্য অভিযুক্তরা ভারতে তাদের ব্যাংক একাউন্টে যেন ১০০০ কোটি টাকার ব্যালেন্স বজায় রাখেন। দিল্লির হাইকোর্টের সেই অর্ডারে বলা হয়েছে, 'এটি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে অভিযুক্তদের কাউন্সিলের দ্বারা প্রদত্ত বিবৃতিতে আবদ্ধ। প্রত্যেক অভিযুক্তকে ভারতে তাদের ব্যাংক একাউন্টের সমস্ত ডিটেলস ফাইল করতে হবে। ২রা  ডিসেম্বর বা তার আগে তাদের ব্যাংক একাউন্টে কমপক্ষে ১০০০ কোটি টাকা মেশিন করতে হবে। এই বিষয়ে দিল্লি হাইকোর্টের পরবর্তী শুনানি ১৪ ই জানুয়ারি। নতুন বছরের ১৪ ই জানুয়ারির পর স্বামীর বিরুদ্ধে এমনতর অভিযোগর বিষয়টি আরো স্পষ্ট হবে। যদিও Xiaomi India এই বিষয়ে এখনো মুখ খোলেননি।

Post a Comment

নবীনতর পূর্বতন