বাহুবলী ফোর প্রবাসের দর যেন বেড়েই চলেছে। বুধবার দুপুরে ভক্তদের ফের একবার চমকে দিলেন অভিনেতা প্রভাস। নিজের আরেকটি নতুন ছবির পোস্টার শেয়ার করে ঘোষণা করলেন তার আসন্ন প্রজেক্ট 'সালার'। ছবির পোস্টার শেয়ার করেছেন প্রভাস, এই ছবির পরিচালক কন্নার হিট ছবি 'KGF' এর প্রশান্ত নীল। 'KGF'-এর প্রযোজক বিজয় কিরাগানদুরের প্রযোজনাতেই এই ছবি তৈরি হবে। সালার হতে চলেছে ভরপুর এক অ্যাকশন ছবি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে প্রভাস জানিয়েছেন,'আজ থেকে সালার এর দুনিয়ায় প্রবেশ করলাম।' জানা গিয়েছে,২০২১এর জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে শুটিং।
একেবারে ছকভাঙা এবং অত্যন্ত কঠিন এক চরিত্রে দেখা যাবে প্রভাসকে। তার চরিত্রের নাম হবে সালার। সালারের আগেই অবশ্য প্রভাসকে ফ্যানরা দেখতে পাবেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে নাগ অশ্বিনের নতুন ছবিতে। সেটির নাম এখনো ঘোষণা করা হয়নি। পাইপলাইনে রয়েছে পূজা হেগড়ে এর সঙ্গে রাধেশ্যাম ছবি। ২০১৯ সালের শেষ শ্রদ্ধা কাপুরের সঙ্গে সাহো ছবিতে দেখা গিয়েছে প্রভাসকে।
প্রবাস শুধু দেশেই নয়, বিদেশেও একইরকমভাবে জনপ্রিয়। তার কারণ অভিনয়ের প্রতি তার ভালোবাসা। ভক্ত মহলে প্রভাব সব অভিনেতা এ চান। প্রবাস সেই তালিকায় রয়েছেন। বাহুবলি,সাহো ছবিগুলিতে কাজের জন্য ইতিমধ্যেই বিশাল ফ্যান পেজ তৈরি হয় গিয়েছে প্রবাসের। আর সেটি দেশের বাইরে একবারে অসম্ভব জনপ্রিয় হয়েছে।
পরিচালকদের ও দারুন পছন্দের প্রবাস। কারণ তার প্রতিটি কাজ একটা আলাদা ছাপ ফেলে দেয় দর্শকদের মনে। বক্সঅফিসে সাড়া জাগানোর মতো রোজগার প্রতিটা ফিল্মের। কখনো প্রেমিক, কখনো বিপ্লবী সব চরিত্রেই সাবলীল প্রভাস।সম্প্রতি অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও প্রবাসের গানে নেচে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। এমনকি তার মুখে শোনা গেছে বাহুবলী ডাইলগো।
একটি মন্তব্য পোস্ট করুন