ভিন্ন ভিন্ন সন্ত্রাসবাদি সংগঠনের সঙ্গে জড়িত পাঁচজনকে পাকড়াও করল দিল্লি পুলিশ। সোমবার সকালে পূর্ব দিল্লিতে বেশ কিছুক্ষণ শুট আউটের পর অভিযুক্তদের গ্রেপ্তার করলো।দিল্লি পুলিশের স্পেশাল সেই কথা জানিয়েছেন।
দিল্লি পুলিশের সাফল্য এই প্রথম নয়।
রাজধানীর শাকারপুর এলাকায় সকাল সাতটা নাগাদ হয় শুট আউট। দিল্লি পুলিশের কর্মরত স্পেশালিটি পুলিশ কমিশনার প্রমোদ কুশওয়াহা জানিয়েছেন, মৃতদের মধ্যে ২ পাঞ্জাবের এবং ৩ কাশ্মীরের বাসিন্দা। তার কথায় ,'শাকারপুর এলাকায় সকাল ৭ টা নাগাদ চলে অভিযান। স্পেশল সেল আধিকারীকের সঙ্গে তীব্র গুলি বিনিময়ের পর ৫ জন ধরা পড়ে। আমরা তাদের থেকে অস্ত্র এবং আপত্তিকর নানা জিনিস উদ্ধার করেছে'।
ধৃতদের পরিচয়ও তারা কোনো সন্ত্রাসী সংগঠনের সদস্য তা নিয়ে প্রশ্ন করা হলে কুশওয়াহ বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। যাবতীয় নথি পরীক্ষা করে দেখা হচ্ছে।মাদক সন্ত্রাস এর কাছে এই পাঁচজনকে ব্যবহার করত পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই।
একটি মন্তব্য পোস্ট করুন