নতুন টেকনোলজির মোট দুটি স্মার্টফোন নিয়ে আসছে Oppo। এর একটি নাম Oppo X 2021, যাতে থাকছে OLED ডিসপ্লে। আর একটির নাম Oppo AR Glass 2021, এতে রয়েছে AR Glasses। দুটি ডিসপ্লে সাইজে খু সহজেই ট্রান্জিশনের জন্য Oppo X 2021 স্মার্টফোনে থাকছে অসাধারণ রোল মোটর। তবে প্রেজেন্টেশনের সময় সংস্থার তরফে Oppo AR Glass 2021 এ স্মার্টফোনটি সম্পর্কে খুব একটা বেশি তথ্য জানানো হয়নি।
Oppo X 2021 স্মার্টফোনে অভাবনীয় টেকনোলজির রোলেবল OLED স্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে।নর্মাল অবস্থায় হেড স্কিন এর ডিসপ্লে হতে চলেছে 6.7 ইঞ্চির। এই OLED ডিসপ্লে ক্রমাগত পরিবর্তনশীল। ফোনের স্ক্রিন বাড়িয়ে নিতে পারবেন গ্রাহকরা। আর সেই ফোনটির ডিসপ্লে বড় হওয়া অবস্থাতে Oppo X 2021 স্মার্ট ফোনের সাইজ বেড়ে 7.4 ইঞ্চি হবে। রোল মোটর পাওয়ার্ট্রেন এর সাহায্যে অনবদ্য এই ফিচারটি দেখাতে সক্ষম হবে oppo X 2021 স্মার্ট ফোন। এছাড়াও এই ফোনে থাকছে কার্ড এজেস। আর তার সঙ্গেই ফোনের ঠিক উপরে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিলস।
চিত্তাকর্ষক এই স্মার্টফোনে হাই স্ট্রেঙ্থ স্ক্রীন লেমিনেট অফার থাকছে। নতুন এই পন্থাকে Oppo বলছে,Warp Track। এর সাহায্যে ফোনের স্ক্রিন আরো শক্তিশালী হবে। শুধু তাই নয়, নতুন টেকনোলজি OppoX2021 এ স্মার্টফোনটিকে 6.8 মিলিমিটার ডাইমেনশন বেঁকাতে সাহায্য করবে। ফোনটিতে মূলত দুই রকমের ফুল স্ক্রিন অপশন থাকছে। একটি 16:09 এবং আরো একটি 4:3। মেয়ের পিছনে থাকবে তিনটি ক্যামেরা।
অন্যদিকে আরেকটি ফোনে অর্থাৎ AR Glass 2021 স্মার্টফোনে থাকবে একটি টাইম অফ লাইট সেনসর অর্থাৎ ToF sensor। পাশাপাশি এই ফোনটিতে SLAM (Simultaneous Localization and Mapping) আলগরিদমস থাকবে। অন্তত আকর্ষণীয় ডিফেক্টিভ অপটিক্যাল ওয়েব গাইড টেকনোলজি ও দেয়া হচ্ছে এই ফোনে। তোর সঙ্গে আবার AR Glass2021 ফোনে থাকছে ভয়েস নেভিগেশন অপশনও। ফোনটির গ্লাসেস খুবই স্লিক ডিজাইনের হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও AR Glass 2021 ফোনটির ঠিক সেন্টার এরিয়াতেই থাকবে সেন্সর অপশনগুলো।
একটি মন্তব্য পোস্ট করুন