![]() |
PTI |
টিএমসি দলের বিরুদ্ধে নাম না করে থাকলেও এতদিন পর্যন্ত কোন পদ ছাড়েন নি ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। বরণ রামনগরের সভা থেকে বলেছিলেন, 'মুখ্যমন্ত্রী আমাকে তাড়াননি, আমি কোথাও যাইনি।'তার সঙ্গে কয়েক দফা বৈঠকের পর প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় মন্তব্য করেছিলেন, 'শুভেন্দু তলায় আছে, একসঙ্গে সকলের মিলিয়ে লড়াই করব।' কিন্তু সেই সব মন্তব্যের মাঝেই ফের শোরগোল ফেলে দিল শুভেন্দু অধিকারী। সূত্রে জানা গিয়েছে, হুগলি নদীর ব্রিজ কমিশনারের চেয়ারম্যান পদ ছাড়লেন শুভেন্দু অধিকারী। আর এরপরই জল্পনা আরো বাড়লো। তাহলে কি এবার সরাসরি দল ছাড়ার ইঙ্গিত দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী? সম্প্রতি বাকস্বাধীনতা চিরস্থায়ী করার ডাক দিয়েছিলেন তিনি। গত মঙ্গলবার খেজুরি তে হার্মাদ মুক্তি দিবস উপলক্ষে পথসভায় এমন দাবি করলেও সরাসরি কোনো রাজনৈতিক মন্তব্য করেননি পরিবহন মন্ত্রী। ২০১০ সালের ২৪ শে নভেম্বর খেজুরি থেকে সিপিএমকে বিতাড়ত করার দিনটি হার্মাদ মুক্তি দিবস হিসেবে পালন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। দলীয় পতাকা বা মমতা ব্যানার্জি ছবি রাস্তার আশেপাশে কোথাও দেখা যায়। সভায় বক্তব্য পেশ করতে গিয়ে শুভেন্দু বলেছিলেন,'৩০০ বন্দুকবাজ হার্মাদ সেদিন খেজুরি দখল করেছিল। প্রবল গুলিবর্ষণে আমরা এক হতে পারছিলাম না। বাঁশগোড়াতে ফিরে যেতে হয়েছিল আমাদের। তৎকালীন পুলিশ বাহিনীর মধুতে সেদিন হার্মাদরা এগিয়েছিল। কামারদাতে যেখানে হার্মাদরা ছিল সেখানে আমি এসেছিলাম। বন্দুক সাজানো ছিল টেবিলের উপর। ওদের নেতারা হতচকিত হয়ে গেছিলেন। আমি মনের জোরকে সম্বল করে তাড়া করি। সেই তারা করা দেখি জনতাও আমার সঙ্গ দিতে শুরু করে। দুপুর আড়াইটার সময় দেউলপোতা হয়ে উড়িষ্যা কোস্ট ক্যানেল পেরিয়ে হার্মাদ বাহিনি সোনিয়ার চলে গিয়ে আশ্রয় নেয়। তারপর খেজুর হার্মাদ পর মুক্তি হয়। আগে এখানে চাষ করতে দেওয়া হতো না।এখানে বাক স্বাধীনতা ছিল না,ছিলনা কোন গণতন্ত্র। বাক স্বাধীনতা ও গণতন্ত্র বজায় থাকুক এটাই প্রার্থনা করি। রাজ্য রাজনীতিতে শুভেন্দু কে নিয়ে দরজার মধ্যে তৃণমূল নেতা সৌগত রায় বলেছিলেন, 'দল সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ লড়াই করতে চায়। শুভেন্দু দূরে রয়েছে, তিনি গতকাল পরিবহন দপ্তরে ছিলেন।'কিন্তু যেভাবে শুভেন্দু এদিন HRBC র চেয়ারম্যান পদ ছাড়লেন তাতে ভেবে নেওয়া যায় যে টিএমসি কিছুটা হলেও তার পায়ের তলায় মাটি সরে গিয়েছে। ২০২১ এ বলে দেব মেদিনীপুরে মাটি কতটা শক্ত আছে টিএমসির পায়ের তলায়।
আপডেট থাকতে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন।
একটি মন্তব্য পোস্ট করুন