বেশ কিছুদিন ধরেই রাজ্যের শাসক দলের পরিবারে অশান্তি লেগেই আছে।শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলছে না না জল্পনা। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে চলছে বিরাট আলোচনার ঝড়। তৃণমূলের সভা থেকে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক, থাকছেন নাম শুভেন্দু অধিকারী। ফলই বারবার প্রশ্ন উঠছে শুভেন্দু কে নিয়ে।


শুভেন্দু দিয়ে মন্তব্য করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তিনি বললেন, শুভেন্দু অধিকারী যে দলেই থাকুন তার বামপন্থী ক্ষমা নেই। শনিবার বারাসাতের কালী পুজোয় দলীয় বইয়ের স্টল উদ্বোধনের অনুষ্ঠানে হাজির থেকে এই মন্তব্য করলেন।


এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শতরূপ ঘোষ বলেন,"শুভেন্দু অধিকারী যে দলেই থাকুন তার বামপন্থী খুনের ক্ষমা নেই। তিনি তৃনমূলে থাকলেই কি বা বিজিপিতে গেলে কি? তার খুনের পাপ ভুলবেনা বামপন্থীরা। জার্সি বদল করলেও নন্দীগ্রাম খেজুরি তে বামপন্থী ও সাধারণ মানুষকে খুন করার ইতিহাস তারা ভুলবেনা। জার্সি বদল করলে চুরি পাপ ধুয়ে যায় না।

Post a Comment

নবীনতর পূর্বতন