ফের এক ধাক্কায় বেশ কিছু চিনা অ্যাপস ব্যান করল কেন্দ্রীয় সরকার। অভিযোগ ভারতীয় সর্বোচ্চ এবং দেশের সুরক্ষায় বাধা দিচ্ছে এই অ্যাপস গুলি। মঙ্গলবার এমনই ৪৩ টি নিষিদ্ধ করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ। ভারতীয় তথ্যপ্রযুক্তি আইনের ৬৯ এ ধারায় এই ৪৩ টি অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার।অভিযোগ এইসব অ্যাপের ক্রিয়া-কলাপ ভারতের সার্বভৌমত্ব, অখন্ডতা, প্রতিরক্ষা সুরক্ষা এবং জনগণের শৃংখলায় ক্ষতি সাধন করছে। এদিন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্র কি তরফ রয়েছে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে,ইন্ডিয়ান সাইবারক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার অফ দা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রিপোর্ট খতিয়ে দেখাই এই ৪৩ টি অ্যাপ ব্যাংক করার সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে আছে চীনের জনপ্রিয় কিছু আর যেমন WeworkChina, aliexpress, CamCard এবং snake video।



কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী করার মধ্য দিয়ে তথ্যপ্রযুক্তি আইনের ৬৯ এ ধারায় ভারতে ৪৩ টি অ্যাপের অ্যাক্সেস ব্লক করেছে। এই অ্যাপ্লিকেশন সম্পর্কিত বিভিন্ন তথ্য যাচাই করে দেখা গিয়েছে, এরা ভারতে সার্বভৌমত্ব, অখন্ডতা, প্রতিরক্ষা রাষ্ট্রের সুরক্ষা এবং জনশৃংখলায় ক্ষতিকারক। আর এই কারণে কেন্দ্রের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।



চলতি বছর ২৯ শে জুন সরকারের তরফে প্রথম দফায় মোট ৫৯ টি অ্যাপ ব্যান করা হয়েছিল। পরবর্তীতে আবার দোসরা সেপ্টেম্বর আরো ১১৮ টি অ্যাপ ব্যান করা হয়। ভারতীয় তথ্যপ্রযুক্তি আইনে ৬৯ এ ধারাতে ব্যান করা হয়েছিল অ্যাপ গুলি। পূর্বে নাটকের গান সীমান্তে চিনা আক্রমণে ভারতীয় জওয়ান নিহত হবার পর দেশজুড়ে বাড়তে থাকে চীনা পণ্য ব্যান করার দাবি।আর সেই সময়ই কেন্দ্রের নজরে আসে এক বিরাট সংখ্যাকে যেগুলি ভারতের সার্বভৌমত্ব এবং দেশের সুরক্ষাকে পুরোপুরি বিঘ্নিত করছিল। আর সেই কথা মাথায় রেখে কেন্দ্রের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন